ফ্রিল্যান্সি কি ?
ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা।প্রযুক্তির আর্শীবাদে আপনি চেষ্টা করলেই হয়ে যেতে পারেন ফ্রিল্যান্সার।
এই পেশায় আয় কেমন ?
আপনি
অস্থির মনের অধিকারী হলে আপনার জন্য এই পেশায় কোন আয় নেই।ধৈর্যশীল হলে
মোটামোটি আয় করতে পারবেন।আর যদি সৃজনশীলতা,কম্পিউটার দক্ষতা,ইন্টারনেটে
আপডেট রাখতে পারেন নিজেকে তাহলে এই পেশায় আপনার জন্য ভালো আয়ের মাধ্যম হতে
পারে।তবে মনে
রাখবেন এটি এমন একটি পেশা যেখানে আয়ের অংক নির্দিষ্ট নয়,কখনো কম বা কখনো বেশী হতে পারে ।ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের বিশাল একটি বাজার।সারাবিশ্বের উন্ন্ত দেশগুলোতে এটি প্রতিষ্ঠিত পেশা ।
ফ্রিল্যান্সিং শুরু করবো কোথা থেকে ?

যেসব সাইট ফ্রিল্যান্সিংয়ের জন্য উন্মুক্ত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্স মাকের্টপ্লেস।যেমন www.odesk.com, www.freelancer.com এই দুটি সাইট বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে খুবই জনপ্রিয়।এসব সাইটে যারা কাজ দিয়ে থাকে তাদেরকে বলা হয় buyer/client ।এই সাইটগুলোতে প্রতিদিন অসংখ্য কাজ জমা দেয়া থাকে।এসব কাজের জন্য যারা আবেদন করে তাদেরকে বলা হয় provider ।
কিসের কাজ দেয়া হয় ?
ফ্রিল্যান্সিং সাইটে কাজের জন্য রয়েছে অসংখ্য কাট্যাগরী ।যেমন ডাটা এন্ট্রি,ডিজাইনিং,আর্টিকেল রাইটিং, ইত্যাদি সহ আরো অসংখ্য ক্যাটাগরী রয়েছে।
কাজের ধরন কেমন ?
সাধারনত একটি কাজের জন্য অসংখ্য provider আবেদন করে থাকে।কাজটি কত দিনে কত টাকায় শেষ করতে হবে তার বর্ননা লেখা থাকে।ক্লায়েন্ট যাকে খুশী নির্বাচন করতে পারেন।তবে সাধারনত যাদের পূর্ব কাজের এক্সপেরিয়েন্স রয়েছে তারাই অগ্রাধিকার পায় বেশী ।provider নিয়োগ করার পর ক্লায়েন্ট নিদির্ষ্ট পরিমান অর্থ সাইটে জমা দেয় যা কাজ শেষ হওয়ার সাথে সাথে প্রোভাইডার পেয়ে যায়।কাজেই কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা এখানে রয়েছে।তবে সবকিছুর জন্য সাইট নিদির্ষ্ট পরিমান চার্জ কেটে নেবে।
প্রথম পর্বে ফ্রিল্যান্সিং সমন্ধে প্রাথমিক ধারনাগুলে দেয়ার চেষ্টা করলাম।
ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা।প্রযুক্তির আর্শীবাদে আপনি চেষ্টা করলেই হয়ে যেতে পারেন ফ্রিল্যান্সার।
এই পেশায় আয় কেমন ?
রাখবেন এটি এমন একটি পেশা যেখানে আয়ের অংক নির্দিষ্ট নয়,কখনো কম বা কখনো বেশী হতে পারে ।ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের বিশাল একটি বাজার।সারাবিশ্বের উন্ন্ত দেশগুলোতে এটি প্রতিষ্ঠিত পেশা ।
ফ্রিল্যান্সিং শুরু করবো কোথা থেকে ?
যেসব সাইট ফ্রিল্যান্সিংয়ের জন্য উন্মুক্ত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্স মাকের্টপ্লেস।যেমন www.odesk.com, www.freelancer.com এই দুটি সাইট বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে খুবই জনপ্রিয়।এসব সাইটে যারা কাজ দিয়ে থাকে তাদেরকে বলা হয় buyer/client ।এই সাইটগুলোতে প্রতিদিন অসংখ্য কাজ জমা দেয়া থাকে।এসব কাজের জন্য যারা আবেদন করে তাদেরকে বলা হয় provider ।
কিসের কাজ দেয়া হয় ?
ফ্রিল্যান্সিং সাইটে কাজের জন্য রয়েছে অসংখ্য কাট্যাগরী ।যেমন ডাটা এন্ট্রি,ডিজাইনিং,আর্টিকেল রাইটিং, ইত্যাদি সহ আরো অসংখ্য ক্যাটাগরী রয়েছে।
কাজের ধরন কেমন ?
সাধারনত একটি কাজের জন্য অসংখ্য provider আবেদন করে থাকে।কাজটি কত দিনে কত টাকায় শেষ করতে হবে তার বর্ননা লেখা থাকে।ক্লায়েন্ট যাকে খুশী নির্বাচন করতে পারেন।তবে সাধারনত যাদের পূর্ব কাজের এক্সপেরিয়েন্স রয়েছে তারাই অগ্রাধিকার পায় বেশী ।provider নিয়োগ করার পর ক্লায়েন্ট নিদির্ষ্ট পরিমান অর্থ সাইটে জমা দেয় যা কাজ শেষ হওয়ার সাথে সাথে প্রোভাইডার পেয়ে যায়।কাজেই কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা এখানে রয়েছে।তবে সবকিছুর জন্য সাইট নিদির্ষ্ট পরিমান চার্জ কেটে নেবে।
প্রথম পর্বে ফ্রিল্যান্সিং সমন্ধে প্রাথমিক ধারনাগুলে দেয়ার চেষ্টা করলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।