সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ঘোষনা দিয়েছে তারা কপিরাইট ভঙ্গ করে
এমন সাইটগুলোকে সার্চ রেজাল্ট থেকে নিচে নামিয়ে দেবে যাতে ব্যাবহারকারীর
কাছে আসল এবং কপিরাইট পন্যের সাইট গুলো
আগে আসে। বিভিন্ন মুভি, গান, আর্টিকেল, সফটওয়ার সহ সব ধরনের কপিরাইট করা পন্যের পাইরেটেড সাইটগুলো এখন আর সর্ব প্রথমে আসবেনা।
গুগলের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে হলিউডের মুভি ইন্ডাস্ট্রি এবং অডিও ইন্ডাস্ট্রি গুলো। গুগল সম্প্রতি সিলিকন ভ্যালির কিছু শক্তিশালি গ্রুপ এর সাথের একাত্বতা প্রকাশ করেছে যাতে বাহিরের ওয়েবসাইট গুলো যেগুলো পাইরেসি কে বিপনন করে সেগুলো বন্ধ করা যায়।
হলিউডের মোশন পিকচার আ্যসোসিয়েশন গুগল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা জানিয়েছে তারা “আশাবাদি” ভোক্তাদের কাছ থেকে পাইরেসি কে দূরে সরানো যাবে।
গুগল আগামী সপ্তাহ থেকে “বৈধ কপিরাইট অপসারন” নোটিস দেবে তার অনুসন্ধান ফলাফলের স্থান পাওয়া নিয়ে। এরকম ই জানিয়েছেন গুগলের ইঞ্জিনিয়ারিং জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিত সিঙ্ঘাল।
গুগল সাধারনত ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করে কতগুলো ওয়েবসাইটে সেই সাইটটি লিংক করা আছে। গুগল মনে করে যতগুলো ওয়েবসাইটে সাইটটি লিংক করা থাকবে সেই সাইট তত বিশ্বাসযোগ্য। তবে গুগল প্রায় প্রতিনিয়তই তাদের নিতিমালা পরিবর্তন ও পরিমার্জন করে থাকে।
গুগলের এই নিতিমালার ফলে যে সাইটগুলো খুব বেশি বৈধ কপিরাইট অপসারন নোটিস পাবে, সেগুলো র্যাংকিং থেকে নিচে নেমে যাবে। এর ফলে ব্যাবহারকারী সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্যের সাইট পাবেন যা তিনি খুজছেন।
সম্প্রতি গুগলকে বেশ বড় ধরনের জরিমানা গুনতে হয় কপিরাইট ভঙ্গের কারনে। সম্প্রতি আমেরিকার লেখকদের সংগঠন গুগলের বিরুদ্ধে প্রতি বইয়ে $৭৫০ ডলার জরিমানা মামলায় জিতে যায় যা সাত বছর আগে করা হয়েছিল
আগে আসে। বিভিন্ন মুভি, গান, আর্টিকেল, সফটওয়ার সহ সব ধরনের কপিরাইট করা পন্যের পাইরেটেড সাইটগুলো এখন আর সর্ব প্রথমে আসবেনা।
গুগলের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে হলিউডের মুভি ইন্ডাস্ট্রি এবং অডিও ইন্ডাস্ট্রি গুলো। গুগল সম্প্রতি সিলিকন ভ্যালির কিছু শক্তিশালি গ্রুপ এর সাথের একাত্বতা প্রকাশ করেছে যাতে বাহিরের ওয়েবসাইট গুলো যেগুলো পাইরেসি কে বিপনন করে সেগুলো বন্ধ করা যায়।
হলিউডের মোশন পিকচার আ্যসোসিয়েশন গুগল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা জানিয়েছে তারা “আশাবাদি” ভোক্তাদের কাছ থেকে পাইরেসি কে দূরে সরানো যাবে।
গুগল আগামী সপ্তাহ থেকে “বৈধ কপিরাইট অপসারন” নোটিস দেবে তার অনুসন্ধান ফলাফলের স্থান পাওয়া নিয়ে। এরকম ই জানিয়েছেন গুগলের ইঞ্জিনিয়ারিং জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিত সিঙ্ঘাল।
গুগল সাধারনত ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করে কতগুলো ওয়েবসাইটে সেই সাইটটি লিংক করা আছে। গুগল মনে করে যতগুলো ওয়েবসাইটে সাইটটি লিংক করা থাকবে সেই সাইট তত বিশ্বাসযোগ্য। তবে গুগল প্রায় প্রতিনিয়তই তাদের নিতিমালা পরিবর্তন ও পরিমার্জন করে থাকে।
গুগলের এই নিতিমালার ফলে যে সাইটগুলো খুব বেশি বৈধ কপিরাইট অপসারন নোটিস পাবে, সেগুলো র্যাংকিং থেকে নিচে নেমে যাবে। এর ফলে ব্যাবহারকারী সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্যের সাইট পাবেন যা তিনি খুজছেন।
সম্প্রতি গুগলকে বেশ বড় ধরনের জরিমানা গুনতে হয় কপিরাইট ভঙ্গের কারনে। সম্প্রতি আমেরিকার লেখকদের সংগঠন গুগলের বিরুদ্ধে প্রতি বইয়ে $৭৫০ ডলার জরিমানা মামলায় জিতে যায় যা সাত বছর আগে করা হয়েছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।