আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০২.২০১৩

এ সময়ে ত্বকের যত্ন


সারা দিন কড়া রোদ, রাতে হালকা ঠান্ডাশীত আসার আগামবার্তাআবহাওয়ার সঙ্গে ত্বকেরও পরিবর্তন হচ্ছেখুঁটিনাটি যত্ন এখন থেকেই নিলে সারা শীতে থাকতে পারবেন সতেজ
রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান জানান, এ সময়টাতে ত্বক স্পর্শকাতর হয়ে যায়মাঝেমধ্যে দেখা
দিতে পারে র‌্যাশগরমের জন্য যেসব পণ্য এত দিন ব্যবহার করা হয়েছে, সেগুলো বদলে নিতে হবে ধীরে ধীরে এখন থেকেই
রূপবিশেষজ্ঞ নীপা মাহবুব জানান, ত্বকের ধরন বুঝে এখন থেকেই যত্ন নেওয়া শুরু করা উচিতঅনেক ধুলোবালি হবে এখনতাই যতটা সম্ভব ত্বক পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে
ত্বকের যত্ন
তৈলাক্ত ত্বকের জন্য এ সময়টা একটু অদ্ভুতত্বকে মিশ্র একটা ভাব দেখা দিতে পারেমুখের টি জোন অর্থাৎ নাক-কপালের অংশ ছাড়া বাকি জায়গা শুষ্ক হয়ে যেতে পারেসাধারণত যে ফেস ওয়াশ গরমকালে ব্যবহার করেছেন সেটাই রাখুনতবে তা শুধু টি-জোনটুকুর জন্যইবাকি শুষ্ক জায়গায় সাধারণ ফেস ওয়াশ বা ফোমিং ক্লিনজার দিয়ে ধোবেনএকটু বেশি শুষ্কতা দেখা দিলে ক্রিম ক্লিনজার অথবা গ্লিসারিন বার ব্যবহার করুনপ্রতিদিন বাইরে বের হওয়ার আগে দেখে নিন আপনার সঙ্গে ক্লিনজিং ওয়াইপস বা ওয়েট টিস্যু আছে কি নাপ্রয়োজনে দরকারমতো মুখ মুছে নেবেন
এ সময় ত্বক অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়ে ফেলেসপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহারে উপকার পাবেনতৈলাক্ত ত্বকে জেল বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যেগুলোতে তেলের পরিমাণ কম, পানির পরিমাণ বেশিব্যবহার করার আগে অবশ্যই ত্বকের প্রয়োজনীয়তা বুঝে নিতে হবেশুষ্ক ত্বকের ক্ষেত্রে ভারী ময়েশ্চারাইজার লাগানো উচিতসকালের দিকে অবশ্য হালকা ক্রিমই ভালো হবে
রূপবিশেষজ্ঞ নীপা মাহবুব বলেন, এ সময় বিকেল পর্যন্ত কড়া রোদ থাকেএ কারণে সানস্ক্রিন লোশন অবশ্যই লাগিয়ে বের হতে হবেকম বাইরে থাকা হলে ২৫-৩০ এসপিএফ আছে এমন সানস্ক্রিন লাগালেই হবেদুই ঘণ্টা পরপর মুখ মুছে নিয়ে নতুন করে লাগাতে হবেকারণ, এটি দুই ঘণ্টার বেশি কাজ করে না বলে জানান তিনি
ঘরোয়া পদ্ধতিতেও যত্ন নিতে পারেনকলা পেস্ট করে লাগালে শুষ্ক ত্বকে প্রাণবন্ত ভাব ফিরে আসবেতেমনি তৈলাক্ত ত্বকে শসার রস চমৎকারভাবে কাজ করবেসাধারণ থেকে তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য রইল ফারজানা আরমানের দেওয়া কিছু টিপস
দুই চামচ দুধের ক্রিমের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপের পানি মেশানমুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মাস্কটি লাগিয়ে ফেলুনহারানো উজ্জ্বলতা ফিরে পাবেনশুষ্ক ত্বকে এটি বেশি মানানসইতবে অন্য ত্বকে না মানালে ব্যবহার করবেন না
কলা পেস্ট করে মধু মিশিয়েও ত্বকে লাগাতে পারেন১০-১৫ মিনিট রেখে দিনপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
নারকেল তেল কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে ভেলকির মতো কাজ করবেমুখে নারকেল তেল লাগানসুতির রুমাল গরম পানিতে ভিজিয়ে ভালোমতো নিংড়ে নিনমুখের ওপর দিয়ে রাখুন কিছুক্ষণের জন্যমুখটা মুছে নিয়ে এবার গোলাপ জল লাগিয়ে নিনসব ধরনের ত্বকেই এটি মানিয়ে যাবে
পেঁপে পেস্ট করে ১০-১৫ মিনিটের জন্য মুখে দিয়ে রাখুনত্বকের পোড়া ভাব দূর করবেগাজর পেস্ট করে ১০ মিনিটের জন্য লাগালে উপকার পাবেনচন্দন পেস্ট করে লাগানশুকানো পর্যন্ত অপেক্ষা করুনধুয়ে নিন
অতিরিক্ত তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা শসার রস ব্যবহার করুনটমেটোর রসের সঙ্গে একটু মধু পেস্ট করে নিনঅনেক ভালো ফল পাবেন

             
           
            চুলের যত্ন
চুলের ক্ষেত্রেও দেখা যায় শুষ্কতাঅনেকের চুল উজ্জ্বলতা হারিয়ে ফেলেএকটু রুক্ষ, শক্ত ভাব এসে পড়ে চুলেরইল কিছু টিপস
কলার সঙ্গে পেঁপে অথবা অ্যাভোকাডো মিশিয়ে ভালোভাবে পেস্ট করে লাগাতে পারেন
অ্যাভোকাডোর সঙ্গে জলপাই তেল আর মধু মিশিয়ে নিনযেকোনো সুপার শপে অ্যাভোকাডো পাবেন২০-২৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন
এ সময় খুশকিও খুব বেশি হয়ভারসাম্য বজায় রেখে শ্যাম্পু ব্যবহার করুনযেমন সপ্তাহে পাঁচ দিন শ্যাম্পু করলে দুই দিন সাধারণ থেকে তৈলাক্ত চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করুনআবার দুই দিন অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু লাগাতে পারেনএরপর আবার দুই দিন সাধারণ থেকে তৈলাক্ত চুলের উপযোগী শ্যাম্পু
এ টিপসটি তৈলাক্ত চুলের জন্যআধাকাপ মেয়োনেজ হালকা গরম করে নিনমাথায় লাগিয়ে চুলের ক্যাপ পরে ফেলুন৩০-৩৫ মিনিট রাখুনভালোমতো শ্যাম্পু করুনচমৎকার সিল্কি ভাব পাবেনতেল তেল ভাব চলে যাবেদু-তিন দিন শ্যাম্পু না করলেও কোনো অসুবিধা হবে না
চুল ধোয়ার শেষ পর্যায়ে পানির সঙ্গে দুই-তিন চামচ ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিতে পারেনতৈলাক্ত চুলে অতিরিক্ত তেল ভাব চলে যাবে
পারলারে গিয়ে ওজোন ট্রিটমেন্ট করতে পারেনএতেও কিছুটা মুক্তি পাবেন খুশকি থেকে

             
           
            হাত-পায়ের যত্ন
ধুলোবালিটা এ সময় যেন একটু বেশিই থাকেএ কারণে নিয়মিত হাত-পায়ের যত্ন নিতে হবে বলে জানান নীপা মাহবুবপারলারে সম্ভব না হলে বাসায়ই পেডিকিওর-মেনিকিওর করে নিতে পারেনঅবশ্যই লোশন ব্যবহার করবেনকারণ, এখন থেকেই একটু একটু করে পা ফাটার লক্ষণ দেখা দেবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।