আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১০.৩১.২০১৩

ফ্রিল্যান্স টিউটোরিয়াল-পর্ব ২: ওডেস্কে কিভাবে কাজের জন্য apply করবেন

আসসালামু আলাইকুম ।
আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন।
ফ্রিল্যান্স বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম ।আজকে টিউটোরিয়ালের দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির   হলাম।


ধারাবাহিক ফ্রিল্যান্স টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের ওডেস্কে কাজের জন্য apply করার সঠিক নিয়ম শেখাবো ।আপনারা যারা ওডেস্কে একেবারে নতুন তাদের এটা কাজে লাগবে বলে আমার বিশ্বাস।আর যারা এখনো ওডেস্কে অ্যাকাউন্ট তৈরী করেননি বা তৈরী করার কথা চিন্তা করছেন তারা ঝটপট নিচের hire me on odesk  লিংকে ক্লীকে করে অ্যাকাউন্ট বানিয়ে নিন-
The On Demand Global Workforce - oDesk


অ্যাকাউন্ট তৈরীর পর লগইন করুন এবং Home-এ পিয়ে find contractors and jobs এর অপশন থেকে Find jobs সিলেক্ট করুন-

এরপর ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন কাজের তালিকা দেখতে।এখান থেকে যে ক্যাটাগরীতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন সেটাতে কাজের খোজ করবেন।-
        যেমন,আমি ডিজাইনিংয়ের কাজে স্বাচ্ছন্দ বোধ করি।তাই এখান থেকে  ডিজাইন এ্যান্ড মাল্টিমিডিয়া ক্যাটাগরীর অর্ন্তগত লোগো ডিজাইন বিভাগে ক্লিক করলাম।এরপর নিচের ছবিটি দেখুন-

উপরের ছবিটি খেয়াল করুন।আমি  logo design বিভাগে এসেছি।এই বিভাগে বিভিন্ন কাজের প্রকারভেদ আপনি আলাদা ভাবে দেখতে পারবেন sorted by ড্রপডাওন মেনু থেকে,যেমন-সাম্প্রতিক কাজের তালিকা(newest jobs first),পুরাতন কাজের তালিকা(oldest jobs first),সবচেয়ে বেশী ফিডব্যাক পাওয়া কাজের তালিকা (Highest Feedback score) ইত্যাদি ।
Logo design for print and mail business এই কাজটির বিস্তারিত জানতে আমরা উক্ত কাজের শিরোনামে ক্লীক করলাম। এখন নিচের ছবিটি দেখুন-

উপরেরর ছবিতে job description- ্আপনি কাজটির বিস্তারিত তথ্ জানতে পারবেন।ডান পাশের  about the employee অপশনে employe সর্ম্পকে বিস্তারিত তথ্য লেখা রয়েছে।job overview অপশনে লেখা রয়েছে কাজটির সামগ্রিক চিত্র।

আপনি যদি মনে করেন কাজটি করতে পারবেন তাহলে অ্যাপ্লাই বাটনে ক্লীক করুন।তারপর নিচের ছবিতে দেখুন অ্যাপ্লাইয়ের বিস্তারিত নিয়ম -
      উপরের ছবিতে দেখানো অপশনে আপনার বিড রেট লিখতে হবে।তারপর নিচে দেখুন-
              উপরের ছবিটতে দেখানো চিত্রে কাজের সময় নির্ধারন করতে হবে ।
এখন আসল কথায় আসি।এ্যাপ্লাই করার জন্য  আপনাকে কভার লেটার লিখতে হবে ।কভার লেটারটি অবশ্যই সুন্দরভাবে লিখবেন।তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ব্যাপারে আপনার ধারনা থাকার কথা না।চিন্তা করবেন না।আপনার জন্য কভার লেটারের একটি স্যাম্পল নিচে দিয়ে দিলাম।এটি নিজের মতো করে ঠিক করে নিন-
Hi,
If you’re looking for a great ______, I’m definitely the person you want to hire. Not only am I ____,  _______ and _____,but I can get this done for you in (specify amount of time).
I understand you’re looking for (address key point mentioned in job listing). I’ve worked with (repeat key point and explain to what capacity).
The benefits of working with me are­________________________.
I’ve included a sample of my work. Please see my portfolio for more examples.
Thank you! I look forward to hearing from you.
(Name)
সবশেয়ে চিত্রটি হবে এমন-


Attachment-এ কাজের একটি নমুনা দিয়ে দিলে ভালো সম্ভাবনা থাকবে।সবশেষে কাজের শর্তে রাজী থাকলে apply to this job বাটনে ক্লীক করুন।
শুভ কামনা রইলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।