আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৬.২০১৩

Airtel কাস্টমার কেয়ার (কল সেন্টার) এ চাকরীর জন্য আবেদন করার সিস্টেম ।


আশাকরি করি ভালই  আছেন।
আজকে দেখাবো Airtel এর কাস্টমার কেয়ার (কল সেন্টার) চাকরীর জন্য কি ভাবে আবেদন করতে হয়।
আগে বলে রাখি এয়ারটেল এর কল সেন্টার  প্রজেক্ট Digicon নাম এ একটা কম্পানির কাছে
। সো আপনি যদি এয়ারটেল কল সেন্টার এ চাকরীর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে Digicon এ অ্যাপ্লাই করতে হবে।

জজ্ঞতাঃ- সর্বনিন্ম ইন্টার পাস, গ্রাজুইশন কমপ্লিট হলে ভালো হয়, আর অবশ্যই সুদ্ধ ও সুন্দর করে কথা বলা যানতে হবে।

Digicon এ ২ ভাবে আবেদন করা যায় ,

০১ঃ- সরাসরি অফিস এ গিয়ে CV রেখে আসতে পারেন।
০২ঃ- অনলাইন এর মাধ্যমে করতে পারেন।

আর এ ২টা কাজ আপনি যে কোন সময় করতে পারেন, তাদের যখন দরকার হবে তখন এ আপনাকে কল করবে।
প্রথমে দেখাবো অফিস এ যেয়ে কি ভাবে অ্যাপ্লাই করবেন।
প্রথমে আপনাকে ঢাকার নিকুঞ্জ আসতে হবে, তারপর খুজে বের করুন Rajuk Trade Centare খুজে পেলে ভিতরে ঢুকে ডান দিকে লিফট এর সামনে চলে জাবেন।
লিফট এ ঢুকে ৪নাম্বার বাটন টা চাপুন । কিছুখন অপেক্ষা করুন, দরজা খুললে দেখবেন আপনি অফিস এর ভিতর, অখানে যে কাউরে বললে হবে যে আপনি চাকরীর জন্য অ্যাপ্লাই করতে আসচেন, যাওয়ার সময় অবশ্যই আপনার CV নিয়ে যাবেন আর সেটা সেখানে রেখে আসবেন। তাহলে হয়ে গেলো আপনার এয়ারটেল এ অ্যাপ্লাই করা।
এবার দেখাবো কি ভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হয়।
প্রথমে এখানে ক্লিক করুন। কেরিয়ার অপশন খুজে বের করে ক্লিক করুন। তার পর নিজ সব বুঝতে পারবেন আসা করি।

টিপস
·         সবসময় সুদ্ধভাবে কথা বলার চেষ্টা করুন।
·         স্পষ্ট করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার চেষ্টা করুন।
·         কোন সময় কনফিডেন্সে হারাবেন না।

তার পর ও যদি কন সমস্যা হয় কমেন্ট এ জানান।

১৬টি মন্তব্য:

  1. সর্বনিন্ম ইন্টার পাস is not possible to get airtel call center job

    উত্তরমুছুন
  2. অবশ্যই করা যাবে, আপনি ট্রাই করে দেখতে পারেন । কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমাদের সাথে ই থাকুন।

    উত্তরমুছুন
  3. অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করলে http://www.digicon.com/Careers.html এর পেজ আসে।এরপর কোন অপশ্নে যাব?

    উত্তরমুছুন
  4. Ahmed Imtiaj Bulbul Khan@ সবার উপর এ, মানে সর্ব প্রথম যে অপশন টা সেটা তে যাবেন । ধন্যবাদ।

    উত্তরমুছুন
  5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  6. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  7. office a gele e sobcheye better hoy......okhane jeye sudu cv joma dite ashchi eta bolle e hobe.........?............abar lojja pabo na to........jodi bole ata sey destination na?

    উত্তরমুছুন
  8. office address ,,, “RAJUK TRADE CENTRE”
    4th Floor
    Nikunja (Uttara) Residential Area
    Plot no. 4 & 6 Faruque Sarani Road Khilkhet,
    Dhaka 1229

    উত্তরমুছুন
  9. এ লিঙ্ক টা দেখুন
    http://www.digicontechnologies.com/career.php

    উত্তরমুছুন
  10. company email :- career@digicontechnologies.com
    এ ঠিকানায় আপনার CV E-mail kore dite পারেন। ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  11. ওয়েব সাইট এ অফিস এর ঠিকানা দেয়া আছে। আরো প্রশ্ন থাকলে করতে পারেন আমি উত্তর দেয়ার চেষ্টা করব। আমি অসুস্ত থাকার কারনে বেসি সময় দিতে পারতাসি না, আমার জন্য দোয়া করবেন যেন তারাতারি সুস্থ হয়ে উঠততে পারি।
    ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসা করি সবসময় আমাদের সাথে ই থাকবেন।

    উত্তরমুছুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।