আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১০.৩১.২০১৩

১০০ টাকা মূল্যের প্রাইজবন্ড সম্পর্কে কতটুকু জানেন, না জানলে জেনে নিন (লজবিহীন শেয়ার বিজনেস)

প্রাইজবন্ডকে এক প্রকার প্রাইমারী শেয়ারও বলা হয়এটা লটারীর টিকেটের মতআপনি 100 টাকা দিয়ে যদি একটি প্রাইজবন্ড কিনেন তাহলে জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর এর 31 তারিখে লটারীর “ড্র” অনুষ্ঠিত হবেআপনি “ড্র” এর ফলাফল দেখতে পারবেন পত্রিকায় অথবা বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইডে



****আপনি সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ন্যাশনাল ব্যাংক এর যে কোন শাখা থেকে(অফিস টাইমে)100 টাকা মূল্যের যতগুলি মনে চায় প্রাইজবন্ড কিনতে পারবেন

****আবার যে কোন দিন(অফিস টাইমে) সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ন্যাশনাল ব্যাংক এর যে কোন শাখায় আপনি প্রাইজবন্ড জমা দিয়ে , প্রতিটি প্রাইজবন্ডের দাম 100 টাকা করে ফেরত আনতে পারবেন।

#### এখানে উল্লেখ্য যে, জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর অর্থাযে মাসে ড্র অনুষ্ঠিত হবে সে মাসে সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ন্যাশনাল ব্যাংকে প্রাইজবন্ড পাওয়া যায় না একমাস আগেই কিনে ফেলতে হয় এবং আপনার ক্রয়কৃত প্রাইজবন্ডটি যতদিন মনে চায় আপনার কাছে রাখতে পারবেন্। উদাহরন: আপনি মার্চ্-2012 সালে একটি প্রাইজবন্ড কিনলেন, এটি আপনি বছরের পর বছর আপনার কাছে রেখে নির্দিষ্ট তারিখগুলোতে (জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর এর 31 তারিখে)যে ড্র অনুষ্ঠিত হবে তার ফলাফল মিলিয়ে দেখতে পারবেন

#### যদি আপনার প্রাইজবন্ড পুরস্কার জিতে তাহলে 2 বছরের মধ্যে সোনালী ব্যাংকে পুরস্কারের জন্য আবেদন করতে হবে

*********** সবচেয়ে বড় কথা হল 100 টাকা দামের প্রাইজবন্ড এর মূল্য যে কোন দিন যে কোন সময় 100 টাকাই আছে। প্রাইজবন্ডটিকে আপনি সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ন্যাশনাল ব্যাংক এর যে কোন শাখা নিয়ে গেলে 100 টাকাই ফেরত পাবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।