আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৩.২০১৩

ওয়েব হোস্টিং টিউটোরিয়াল পর্ব-৭ Addon Domain কি? একই Hosting প্যানেলে কিভাবে একাধিক ডোমেন ব্যবহার করবেন?

Addon Domain কি?

একটি হোস্টিং একাউন্টে একাধিক ডোমেইন হোস্ট করারাই হল Addon Domain । মনে করেন আপনার দুটি ডোমেইন আছে। আপনি একটা ডোমেইন দিয়ে হোস্টিং একাউন্ট নিছেন , এখন আপনি নতুন করে আর কোন হোস্টিং  নিতে চাচ্ছেন না কিন্তু আপনি আপনার অপর ডোমেইন টি হোস্ট করতে চাচ্ছেন ।
আর এই কাজটিই করা হয় Addon Domain ডোমেইন দ্বারা । তবে সব হোস্টিং প্রোভাইডার আপনাকে এই সুবিধা নাও দিতে পারে । কাজেই হোস্টিং কেনার আগে আপনার প্রোভাইডার থেকে বিস্তারিত যেনে নিন ।

চলুন দেখে নেই কিভাবে সি-প্যানেলে ডোমেইন এড করবেন-


প্রথমে হোস্টিং-প্যানেলে লগইন করে ডোমেইন ট্যাব থেকে Addon Domain এ ক্লিক করেন।

তারপর আপনার ডোমেইন নেইম , ইউজার নেইম, এবং পাসওয়ার্ড দিয়ে “Add Domain” এ ক্লিক করেন । ব্যস কাজ শেষ ।ডোমেইনটি আপনার সি-প্যানেলে এড হয়ে গেছে। পাবলিক এইচটিএমল ডাইরেক্টরিতে তৈরিকৃত ফোল্ডারটিই (Yourdomain.com) আপনার ডোমেইন এর জন্য নির্দিষ্ট ডাইরেক্টরি । ঠিক এভাবেই একটি সি-প্যানেলে একাধিক ডোমেইন ব্যবহার করতে পারবেন ।
বুজতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট এ লিখে যাবেন। উত্তর দিতে চেষ্টা করব।আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার লেখা সার্থক। সবাই ভাল থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।