আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৪.২০১৩

পায়ের সাজ


পায়ের ওপর ভর দিয়েই তো জীবন চলাতাই পায়ের ঠিকঠাক যত্ন নেওয়া উচিত সব বয়সের সবারইবলা হয়ে থাকে, একজনের পায়ের দিকে তাকালেই তার রুচি সম্পর্কে অনুমান করা যায়তাই পা রাখতে হবে সুন্দরএ জন্য যে খুব বেশি সময় খরচ করতে হবে তা কিন্তু নয়বরং নিজের
জন্য সপ্তাহের কিছুটা সময় বরাদ্দ করে নিনআর সেই সময়ের খানিকটা খরচ করুন পায়ের পেছনেটুকটাক যত্ন নিয়ে খানিকটা সাজিয়ে রাখুন আপনার পদযুগলদেখুন না নিজের কাছেও কেমন ভালে লাগে
পরিষ্কার রাখুন সব সময়
পায়ের যত্নে শুরুতে যে বিষয়টি রয়েছে তা হলো পরিচ্ছন্নতাএ বিষয়ে রূপবিশেষজ্ঞ নাহিন বলেন, প্রতিদিন গোসলের সময় অবশ্যই পা ভালোমতো পরিষ্কার করা উচিততখন যদি সময় না পাওয়া যায়, সে ক্ষেত্রে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোমতো পা পরিষ্কার করে লোশন বা ভ্যাসলিন লাগাতে হবেসেই সঙ্গে সপ্তাহে একবার অবশ্যই পেডিকিউর করতে হবে
পেডিকিউর করার নিয়মটা কমবেশি আমরা সবাই জানিঘরোয়াভাবে পেডিকিউর করতে একটি মাঝারি গামলায় সহনীয় তাপমাত্রার গরম পানিতে অল্প শ্যাম্পো গুলিয়ে ফ্যানা তুলতে হবেসেই সঙ্গে লবণ দিতে পারেন এক চিমটিএবার ১৫ মিনিটের মতো পা ভিজিয়ে নরম ব্রাশ দিয়ে পা ঘষে নিনপায়ের গোড়ালি ঘষার জন্য ব্যবহার করুন পিউমিস স্টোন অথবা ঝামাপা ঘষে মরা চামড়া তুলে ফেলুননেলকাটার দিয়ে নখ কেটে শেপ ঠিক করে নিনএই সময়ে নখের শেপে হিট ফ্যাশন হলো চারকোনাতবে কোনাটা একটু গোল করে দিতে পারেন নেইল ফাইলার দিয়েনখ কেটে নখে ক্রিম বা ভ্যাসলিন দিয়ে নখের দুই পাশের কিউটিক্যাল নরম করে নিনএবার কিউটিক্যাল কাটার দিয়ে তা কেটে ফেলুননখের ব্রাশ ব্যবহার করে ঘষে ময়লা তুলে ফেলুনপুরো পা মুছে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন
নাহিন মনে করেন, এভাবে ঘরে বসে প্রতি সপ্তাহে পায়ের যত্ন নেওয়া উচিতযদি স্পা পেডিকিউর বা অ্যারোমা পেডিকিউর করতে চান, সে ক্ষেত্রে যেতে পারেন পারলারেএটা করতে পারেন মাসে একবারঅনেক সময় নখে দাগ পড়ে যায়লেবুর রস ঘষে নখের দাগ তুলে ফেলতে পারেন
ফ্রেঞ্চ পেডিকিউর
বর্তমানে পায়ের যত্নে বহুল ব্যবহূত শব্দ হলো ফ্রেঞ্চ পেডিকিউরবিষয়টি খুব বেশি জটিল নয়সাধারণ নিয়মে পেডিকিউর করে তারপর নেইল পলিশ লাগানোর যে কায়দাকানুন, সেটিই হলো ফ্রেঞ্চ পেডিকিউরপায়ের যত্ন, নখ কাটা, ফাইলিং, মালিশ, পরিষ্কার করা ইত্যাদির পর নখে লাগাতে হবে স্বচ্ছ নেইল পলিশতারপর একদম সামনের দিকে একটা মোটা লাইন করে লাগিয়ে নিতে হবে সাদা রঙের নেইল পলিশএকবার শুকিয়ে গেলে আরেক কোট দিয়ে নিনসামনের সাদা বর্ডার লাইন শুকিয়ে গেলে এবার আরেক কোট স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে নিনএর ওপর দিতে পারেন গোলাপি, পার্পেল বা ব্রাউন রঙের হালকা নেইল পলিশনা দিলেও খারাপ লাগবে নানখের সাদা বর্ডারে নেইল পেইন্ট, স্টোন বসানো যেতে পারে
যত্ন নিয়ে পা সাজানো
যত্ন নিয়ে এবার পা সাজিয়ে নিন সুন্দর করেপা সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফ্রেঞ্চ পেডিকিউরের স্টাইলএটি এখন এই সময়ে সবচেয়ে হিট ফ্যাশনফ্রেঞ্চ পেডিকিউরের সঙ্গে যুক্ত হয়েছে নেইল আর্টকয়েক রঙের নেইল পলিশ ব্যবহার করে তবেই এই নেইল আর্ট করা হচ্ছেসেই সঙ্গে আলাদা করে স্টোন, স্টার বসিয়ে আনা হয় গর্জিয়াস লুকফ্লোরাল, জিগজ্যাগ বিভিন্ন নকশা করছে তরুণীরাএই নেইল আর্ট চাইলে বাড়িতেও করা যায়, তবে পারলারে গিয়ে করলে বেশি ভালো দেখাবে বলে মনে করেন নাহিনএকবার পারলার থেকে করিয়ে নিলে অন্তত এক মাস থাকবেতাই খুব শখের কোনো অনুষ্ঠানে যেতে পারলারে করা যায়বাড়িতে ফ্রেঞ্চ পেডিকিউর করা সম্ভবতারপর দোকান থেকে স্টোন স্টিকার কিনে বসিয়ে দেওয়া যেতে পারে নখেনিয়মিত নেইল পলিশ যাঁরা ব্যবহার করেন, তাঁরা কিন্তু তিন থেকে চার দিন পরপর তুলে নতুন করে দেবেনবেশি দিন থাকলে নখে হলদেটে ভাব এসে যায়আর নেইল পলিশ তোলার সময় খুব বেশি নেইল রিমুভার ব্যবহার করবেন নাএতে নখের এনামেল নষ্ট হয়
পায়ের সাজে গয়নার প্রচলন বহু দিনেরহালকা ডিজাইনের রুপার মল পরতে পারেনআড়ংয়ের বিপণন কর্মকর্তা সাদীয়া হক বলেন, রুপার আংটি আর রুপার মল চলছে এখনোছোট বা বড় উৎসবভেদে সব সময় এ ধরনের অলংকার মেয়েরা পায়ে পরে থাকেনরুপার মধ্যে মিনা করা, পাথর বা মুক্তা বসানোএ রকম পায়ের আংটি বা মলের অনেক ধরনের ডিজাইন রয়েছে আড়ংয়েতবে এখনকার তরুণীদের হাই ফ্যাশনের তালিকায় আছে মেটাল, সুতা, পুঁতির তৈরি ম্যাচিং কন্ট্রাস্ট মলযেগুলো তাঁরা কখনো জোড়ায় জোড়ায় পরছেন, আবার কখনো তপুর গানে সাড়া দিয়ে এক পায়ে পরছেনপিরানের ডিজাইনার হোসনা বানু জানালেন, এ ধরনের মেটালের পায়েলের এখন বেশ চাহিদাএগুলোর মধ্যে একটা এথনিক লুকও রয়েছেহোসনা বানু বলেন, এসব গয়না অনেক বেশি কন্ট্রাস্ট করে পরা যায় বলেই এগুলো এখন এত জনপ্রিয়যেকোনো পোশাকের সঙ্গেই চলতে পারে এ ধরনের মেটালের পায়েলতাই তরুণীরা এগুলো বেশ পছন্দ করছেনতা ছাড়া সাধারণ টিউব মেহেদি, কালো মেহেদি দিয়েও পায়ে নকশা করে পা সাজানোর রীতি রয়েছেসেই সঙ্গে আলাদা ছোট পাথর কিনে মেহেদির ডিজাইনে বসিয়ে দেওয়া যেতে পারে
পায়ের সাজে রুপার পায়েল আর আংটি কিনতে পাওয়া যায় আড়ংয়ে এবং চাঁদনী চকে বা রুপার দোকানগুলোতেওরুপার গয়নার দাম নির্ভর করে ওজন ও নকশাভেদেএ ছাড়া পিরান, যাত্রা, দেশাল, বিবিয়ানায় পাওয়া যায় মেটাল, পুঁতি বা সুতার পায়েলএগুলোর দাম ৫০ থেকে ২৫০-এর মধ্যে জোড়াআবার বিভিন্ন উৎসব-পার্বণে দেখা যায়, পুঁতির পণ্যের পসরা সাজিয়ে নারীরা জোড়া ১০ টাকায় বাহারি রঙের পায়েল বিক্রি করছেনএ ছাড়া নেইল পেইন্ট, স্টোন বা প্লাস্টিকের আংটি এবং ইমিটেশন পায়েল পাওয়া যায় বড় বড় শপিং মলেসুন্দর করে পা সাজিয়ে ঢেকে রাখলে চলবে নাপরতে হবে চুড়িদার পায়জামা বা চাপা জিন্স, সঙ্গে ফিতে বাঁধা চটি স্যান্ডেলতবেই না পায়ের সাজ ভালো দেখাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।