আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৮.২০১৩

বিড়ালের জন্যে হেডফোন !

আপনি কি বিড়াল পোষেন? যদি পুষে থাকেন তাহলে আপনার প্রিয় বিড়ালকে গান শোনাবার ইচ্ছা হয়ত জেগেছে মনে কখোনো। তাহলে আপনার ইচ্ছা এখন পুরন হতে পারে। সোল রিপাব্লিক নামক একটি কোম্পানী এমন একটি হেডফোন তৈরি করেছে যা বিড়ালের জন্যে বিশেষ ভাবে তৈরি।

এটি একটি মিউজিক হেডফোন যা বিড়ালের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ডিভাইসটি এই সপ্তহে বাজারে আসবে সীমিত ভাবে। পুরো ফাংশন সহ হেডফোনটির দাম পড়বে প্রায় $১০০০ ডলার।
কোম্পানী জানিয়েছে তারা মাত্র ১০ টি হেডফোন তৈরি করেছে। তবে তারা আর বেশি উৎপাদন করবে যদি চাহিদা বৃদ্ধি পায়। এই উদ্যোগ আমেরিকান সোসাইটিকে টার্গেট করে নেয়া হয়েছে যাতে পশুর ওপর নির্যাতন হ্রাস পায়।
এখন প্রশ্ন হল এটা কি মানুষ ব্যাবহার করতে পারবে? উত্তরে জানিয়েছে সোল রিপাব্লিকের সিএমও সোল কম্বস ” আপনি পারবেন, কিন্তু যদি আপনার খুব ছোট মাথা হয় তাহলে। আমরা বিশ্বাস করি যদি সাউন্ড খুব ভাল হয়, এটা জীবনকে আনন্দ দেয় এবং আমাদের হেডফোন বিড়ালের জীবনযাত্রা উন্নত করবে”
মিয়াউইংটোন্স নামক এই হেডফোন টির উদ্ভোদন হতে যাচ্ছে একটি ব্যাতিক্রমধর্মি আ্যড দিয়ে। আ্যডটি আপ্নারা এখানে দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।