আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৬.২০১৩

যে ভাবে গ্রামীনফোন কাস্টমার কেয়ার (কল সেন্টার) এ চাকরীর জন্য আবেদন করতে হয়।।


আসা করি সবাই ভালোই আছেন,
 সুরু করচি আজকের টিউন,
সাধারানত যারা স্টুডেন্ট আছেন তারা সকলেই চান পড়ালেখার পাসাপাসি একটা ভালো চাকরী করতে, কিন্তু কথায় পাবেন এ সোনার হরিন? আমি যে ভাবে বলবো এ ভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন।

গ্রামীনফোন দিচ্ছে স্টুডেন্ট দের জন্য এ সুযোগ, যার জন্য আপনার পড়ালেখার যোগ্যতা ইন্টার পাস হলেই চলবে, এটা অনেক এ জানেন, যারা জানেন না একমাত্র তাদের জন্য আমার এ টিউন,

তাহলে সুরু করা যাক,
গ্রামীনফোন  কাস্টমার কেয়ার (কল সেন্টার) এ চাকরীর জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে।
আর এটা আপনি যে কনো সময় করতে পারেন।
তাহলে সুরু করে দিন, প্রথমে এখানে ক্লিক করুন , গ্রামীনফোন এর হোম পেজ আসবে, এখান থেকে career খুজে বের করে ক্লিক করুন, নিছে ২টা অপশন আসবে একটা লগিন করার আর একটা রেজিস্টেশন করার জন্য। আপনি রেজিস্টেশন এ ক্লিক করুন প্রথমে আপনার মেট্রিক পরিক্ষার রেজি নাম্বার দিতে হবে, তার পর নিজে এ বুঝতে পারবেন, রেজিস্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অখানে চাকরীর সার্কুলার সমুহ দেখতে পাবেন,  ডান পাসে অ্যাপ্লাই নাউ দেয়া আছে অখানে ক্লিক করলেই আপনার রিকুয়েস্ট জমা হয়ে যাবে, তার পর ১৫ দিন এর ভিতর আপনাকে কল করা হবে,
যে নাম্বার টা দিবেন ওই নাম্বার টা ১৫ দিন নিজের কাছে রাখুন, কারন তারা যে কোন সময় কল দিতে পারে , একবার এর বেসি কল করে না, সো মিস হয়ে গেলে আপনার আর  কিছু করার থাকবে না ।

টিপস
·         সবসময় সুদ্ধভাবে কথা বলার চেষ্টা করুন।
·         স্পষ্ট করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার চেষ্টা করুন।
·         যদি আপনার অনার্স কমপ্লিট হয়ে যায় ওটা উল্লেখ করবেন না।
·         কোন সময় কনফিডেন্সে হারাবেন না।

চাকরী হয়ে গেলে মিষ্টি খওয়াতে ভুলবেন না।
প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।

৯টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. যতবার খুশি করতে পারেন। তবে আপনাকে একবার এর বেসি কল করবে না।

    উত্তরমুছুন
  3. All Mobile Company ar CV Sent ar Mail ID dorkar

    উত্তরমুছুন
  4. রেজিস্ট্রেশন এর কোন অপশন আসে না তো?

    উত্তরমুছুন
  5. রেজিষ্ট্রেশনের কোন অপশন নেই।

    উত্তরমুছুন
  6. রেজিষ্ট্রেশন করার জন্য বা ক্যারিয়ার অপশন নেই।

    উত্তরমুছুন
  7. আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? এই চাকরি টা করতে চাই, আপনার একান্ত কামনা করতেছি,

    উত্তরমুছুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।