আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০২.২০১৩

কোন ত্বকে কি রকম মেক-আপ


তৈলাক্ত ত্বক
* প্রথমে ত্বক পরিস্কার করুনতারপর অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান
* ১০ মিনিট পর কম্প্যাক্ট পাউডার লাগানফাউন্ডেশন লাগাবেন নাকম্প্যাক্ট লাগালে ত্বকে অতিরিক্ত চকচকে ভাব থাকে না
* ফাউন্ডেশন লাগাতে চাইলে ওয়াটার বেসড
ফাউন্ডেশন লাগান
* ত্বকে লাগানোর আগে একফোঁটা জল মেশাননা হলে কেক ফাউন্ডেশন বা প্যানস্টিক ব্যবহার করতে পারেনতবে লাগানোর আগে অল্প জল মিশিয়ে নেবেন
* ফাউন্ডেশন লাগানোর পর পাউডার লাগানমুখে ফাউন্ডেশন সেট করা যাবে
* পাউডার ব্লাশার ও আইশ্যাড ব্যবহার করুন

             
           
            রুক্ষ ও পরিণত ত্বক
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, ভাঁজ পড়তে থাকেত্বক অনুজ্জ্বল লাগেত্বক শুস্ক হয়ে পড়েত্বকের যত্ন ও মেক-আপের প্রতি উত''সাহ কমে গেলে ট্রাই করুন সহজ কয়েকটি নিয়ম
* সানস্কিন ও অ্যান্টিএজিং উপাদানসমুহ ময়শ্চারাইজার ব্যবহার করুনএই বয়সে স্কিন কেয়ারের জন্য উপযুক্ত
* ভারী ফাউন্ডেশনে ত্বকের বলিরেখা আরও স্পস্ট হয়ে ওঠেতাই লিকু্ইড ও পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুনলিকু্ইড ফাউন্ডেশন লাগালে ত্বকের অনুজ্জ্বল ভাব ঢাকা পড়েপাউডার ফাউন্ডেশন লাগালে আলাদা করে কম্প্যাক্ট লাগানোর দরকার পড়ে না
* থ্রি ইন ওয়ান আইশ্যাডো-লিপ কালার-চিক কালার স্টিক কিনে নিনআইশ্যাডো, চিকবোনে লাগানোর পর ব্রাশ দিয়ে লিপ কালার হালকা করে লাগান
* চোখে আইলানার লাগানকালোর বদলে গ্রে, ব্রাউন, ল্যাভেন্ডার কালার ট্রাই করতে পারেনকাজল পেনসিলের বদলে আইলানার পেন ব্যবহার করুন
* শেষে মাসকারার টাচ দিনচোখ বড় ও সুন্দর দেখাবে

             
           
            খুঁত ঢাকতে মেক-আপ
* মুখে দাগ বা ভাঁজ থাকলে ব্যবহার করুন ব্লেমিশ কাভার আপ স্টিক, কনসিলার বা কারেক্টিভ ফাউন্ডেশন
* গাঢ় দাগ বা খুঁতের জায়গায় আপনার ত্বকের চেয়ে দু-এক শেড হালকা রঙের কনসিলার বা কারেক্টিভ ফাউন্ডেশন লাগান
* দাগ হালকা হলে নিজের ত্বকের নর্মাল টোনের সঙ্গে ম্যাচ করে কনসিলার ব্যবহার করুন
* আঙ্গুলের ডগায় নিয়ে হালকা করে দাগের উপর লাগানতুলোর বল দিয়ে প্যাট করুনতারপর ভেজা স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিনঅতিরিক্ত মেক-আপ অ্যাবজর্ব করতে টিসু ব্যবহার করুন
* কম্প্যাক্ট লাগানকয়েক মিনিট পর ব্রাশ করে নিনব্লাশার, লিপস্টিক, আইশ্যাডো লাগান

             
           
            চটজলদি মেক-আপ
* ময়শ্চারাইজার লাগান
* স্কিনটোনের সঙ্গে ম্যাচিং পাউডার ফাউন্ডেশন লাগান ব্লাশ দিয়ে
* তাড়াতাড়ির সময় পাউডার ব্লাশ ব্যবহার সহজ
* চকচকে ভাব দূর করতে হালকা কম্প্যাক্ট লাগান
* নাক ও টি জোনে পাউডার লাগান
* আই পেনসিল দিয়ে লোয়ার আইলাইন হাইলাইট করুন
* ঠোঁটে লিপস্টিক লাগান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।