আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৪.২০১৩

বৃষ্টির দিনে চুলের যত্ন


বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগেতবে বৃষ্টির পানিতে চুল অধিক সময় ভিজিয়ে রাখলে চুলের কিছু সমস্যা দেখা দিতে পারেতাই বাদলা দিনে চুলের বিশেষ যত্নের কথা বলেছেন হেয়ারোব্রিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন

তিনি বলেন, বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবেকারণ, বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু আর চুলের গোড়ায় হতে পারে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনবর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় চুল বেশি পড়ে আর মাথায় দেখা দেয় তৈলাক্ত খুশকিএ সময় বারবার শ্যাম্পু না করে বরং সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু করা উচিতবৃষ্টিতে চুল ভিজে গেলে পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবেআর চুল ভেজা না রেখে দ্রুত শুকিয়ে ফেলতে হবেএ সময় চুল ছোট করে কাটতে পারেনতাতে চুলের যত্ন নিতে সুবিধা হয়বর্ষার আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকেফলে চুল অগোছালো দেখায়তাই এ সময় নিয়মিত চুল কন্ডিশনিং করা উচিতসিলিকন বেস্ড সিরামও ব্যবহার করতে পারেনবর্ষায় তৈলাক্ত খুশকি বেড়ে যায়, তাই এ সময় ব্যবহার করা যেতে পারে খুশকিরোধক শ্যাম্পুতবে শ্যাম্পু ব্যবহারের পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবেকেবল খুশকিই নয়, বরং বর্ষার সময় চুল পড়া বেড়ে যায়চুল পড়া কমাতে আর খুশকি দূর করতে ঘরে তৈরি প্যাক ব্যবহার করার পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞতিনি বলেন, লেবুর রস, এক চামচ আমলা, নিমপাতা, আমলকী, একটি ডিম ও টকদই একসঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়তবে এই প্যাক ব্যবহার করার পরে চুল ভালো করে ধুয়ে নিতে হবেনিয়মিত প্যাক ব্যবহারে চুল হবে ঝরঝরে সুন্দর আর আকর্ষণীয়তবে চুলের যত্নের সঙ্গে পুষ্টিকর খাবারের ওপর গুরুত্ব দেন এই রূপবিশেষজ্ঞকেননা চুলের আলাদা কোনো রক্তনালি নেই, শরীরের জন্য গ্রহণ করা খাবারই চুলের কাজে দেয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।