বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তবে বৃষ্টির পানিতে চুল অধিক সময় ভিজিয়ে রাখলে চুলের কিছু
সমস্যা দেখা দিতে পারে। তাই বাদলা দিনে
চুলের বিশেষ যত্নের কথা বলেছেন হেয়ারোব্রিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।
তিনি বলেন,
বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ, বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু আর চুলের গোড়ায়
হতে পারে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন। বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় চুল বেশি পড়ে আর মাথায় দেখা দেয় তৈলাক্ত খুশকি। এ সময় বারবার শ্যাম্পু না করে বরং সপ্তাহে
দু-তিনবার শ্যাম্পু করা উচিত। বৃষ্টিতে চুল ভিজে গেলে পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবে। আর চুল ভেজা না রেখে দ্রুত শুকিয়ে ফেলতে
হবে। এ সময় চুল ছোট করে কাটতে পারেন। তাতে চুলের যত্ন নিতে সুবিধা হয়। বর্ষার আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকে। ফলে চুল অগোছালো দেখায়। তাই এ সময় নিয়মিত চুল কন্ডিশনিং করা উচিত। সিলিকন বেস্ড সিরামও ব্যবহার করতে পারেন। বর্ষায় তৈলাক্ত খুশকি বেড়ে যায়, তাই এ সময় ব্যবহার
করা যেতে পারে খুশকিরোধক শ্যাম্পু। তবে শ্যাম্পু ব্যবহারের পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। কেবল খুশকিই নয়, বরং বর্ষার সময়
চুল পড়া বেড়ে যায়। চুল পড়া কমাতে আর
খুশকি দূর করতে ঘরে তৈরি প্যাক ব্যবহার করার পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞ। তিনি বলেন, লেবুর রস, এক চামচ আমলা, নিমপাতা, আমলকী, একটি ডিম ও টকদই
একসঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়। তবে এই প্যাক ব্যবহার করার পরে চুল ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়মিত প্যাক ব্যবহারে চুল হবে ঝরঝরে সুন্দর
আর আকর্ষণীয়। তবে চুলের যত্নের
সঙ্গে পুষ্টিকর খাবারের ওপর গুরুত্ব দেন এই রূপবিশেষজ্ঞ। কেননা চুলের আলাদা কোনো রক্তনালি নেই, শরীরের জন্য গ্রহণ
করা খাবারই চুলের কাজে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।