আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০২.২০১৩

ছেলেদের ফেসিয়াল


এই রোদ, এই বৃষ্টি...প্রকৃতির এ বৈচিত্র্যটা ঘরে বসে দেখতে যত ভালো লাগে, বাইরে বেরোলে পুরো উল্টোকারণ রোদ-বৃষ্টি যা-ই হোক না কেন ধুলাবালির হাত থেকেও রেহাই নেই, তাই না? ধুলাবালির এই অত্যাচারে ত্বক হয়ে পড়ে খসখসে ও অমসৃণসাধারণত ছেলেরা ঘরের বাইরে বেশি
সময় থাকে, তাই তাদের ত্বকের যত্ন নেওয়াটা বেশি দরকার হয়ে পড়েনিয়মিত ত্বক পরিষ্কার করার পাশাপাশি ছেলেদের ত্বকের জন্য ফেসিয়ালের গুরুত্ব নিয়ে বলেছেন হেয়ারোবিক্স সেলুনের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিনকিছু বিষয় সবার জন্যই দরকারযেমন বাইরে বের হওয়ার আগে হাত-মুখ ধুয়ে সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নেওয়ারাস্তার ধুলাবালি মেখে একাকার হয়ে অফিসে ঢুকে নিজের টেবিলে বসার আগে একটু প্রসাধন রুমে ঢুকে মুখটা ধুয়ে নিনব্যাগে ছোট একটা ফেসওয়াশ রেখে দিনতারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিনসেটা আপনার অফিসের টেবিলের তাকে রেখে দিতে পারেনযাঁরা শিক্ষার্থী, তাঁরা ব্যাগের ছোট পকেটে রেখে দিনক্লাসে ঢোকার আগে বা ক্লাসের ফাঁকে দূর করে নিন ধুলাবালিএটা খুব কঠিন মনে হলে ভেজা টিস্যুর একটা প্যাকেট কিনে নিন পাশের দোকান থেকেওটা দিয়ে মুখ মুছে নিন
যাঁরা এটুকু সময় পান না, তাঁদের ত্বকের ক্ষেত্রেই ঘটে যত বিপত্তিনাকের দুই পাশে, ঠোঁটের কোনা, থুতনির কাছে ব্ল্যাকহেডস ওঠে অনেকেরইএটা ধুলাবালি ও ঘাম থেকেই হয়তাঁরা একটু সময় করে মাসের ছুটির একটি দিন বেছে নিনকোনো বিউটি স্যালনে গিয়ে ফেসিয়াল করে নিনশুষ্ক ত্বক যাঁদের, তাঁরা সানবার্ন ফেশিয়াল করাতে পারেনএটি রোদের পোড়া ত্বকের জন্যও উপকারীতা ছাড়া এই ফেসিয়ালটি টিনএজাররাও করতে পারেনযাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা অ্যালোভেরা ও গোল্ড ফেসিয়াল করাতে পারেনঅনেকের ত্বকেই ব্রণের সমস্যা থাকে, তাঁরা আয়ুর্বেদিক ফেসিয়াল করাতে পারেনব্ল্যাকহেডস দূর করতে নিয়মিত ফেসিয়াল করিয়ে নিনএতে পুরো মুখে ম্যাসাজ করে পরে ব্ল্যাকহেডস তোলা হয়, তাই এতে ত্বকও সতেজ হয়ে ওঠে
আপনি চাইলে নিজেও নিজের ত্বকের যত্ন করতে পারেন
রোদে পোড়া ভাব কমাতে চন্দনের প্যাক লাগাতে পারেন
বাজারে স্র্কাব পাওয়া যায়দু-তিন দিন পর পর সেটি দিয়ে ত্বক কিছু সময় ম্যাসাজ করতে পারেন
গরম পানিতে ভাপ নিয়ে আস্তে আস্তে দুই আঙুলের ডগা দিয়ে চেপে ব্ল্যাকহেডস বের করতে পারেনদুই-তিন দিন পর পর রাতে ঘুমানোর আগে উপটান লাগিয়ে কিছুক্ষণ রাখুনতার পর ধুয়ে ফেলুন
ফেসিয়াল করাতে পারেন ছেলেদের বিভিন্ন বিউটি পার্লার ও সেলুনেসানবার্ন ফেসিয়াল করতে লাগবে ৪০০ টাকা, গোল্ড ফেসিয়াল ১০০০ টাকা, আয়ুর্বেদিক ফেসিয়াল ৭০০ টাকা ও রেগুলার ফেসিয়াল ৩০০ টাকাঅবশ্য পার্লারভেদে খরচের কিছুটা তারতম্য হতে পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।