আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৮.২০১৩

এবার স্যাটেলাইট চালাবে আ্যন্ড্রয়েড স্মার্টফোন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষনা সংস্থা নাসা সম্প্রতি একটি স্যাটেলাইট তৈরির চিন্তা করছে যা কম খরচে এবং কম পরিশ্রমে নির্মান করা যায় । তারা স্যাটেলাইটটির নাম ঠিক করেছে “ফোনস্ট্যাটস” । ইঞ্জিনিয়াররা এই স্যাটেলাইটটি পেতে আ্যন্ড্রয়েড এর অপরিবর্তিত ভার্সনের স্মার্টফোন ব্যাবহার
করছেন প্রোটোটাইপ হিসেবে। এর মধ্যে রয়েছে আইচটিসি, নেক্সাস ৭ , স্যামস্যাং নেক্সাস এস স্মার্টফোন যা স্যাটেলাইটের অধিকাংশ গুরুত্বপূর্ন কাজ সম্পাদনা করবে।
নাসা তাদের ওয়েবসাইটে ব্যাখা করেছে কিভাবে এবং কি ধরনের কাজ আ্যন্ড্রয়েড স্মার্টফোন করতে পারবে স্যাটেলাইটে। এরমধ্যে রয়েছে দ্রুত প্রসেসিং, বহুমুখি অপারেটিং সিস্টেম, একাধিক ক্ষুদ্র সেন্সর, হাই রেজ্যুলেশন ক্যামেরা, জিপিএস রিসিভার এবং একাধিক রেডিও।
এই পদ্ধতীটি ইঞ্জিনিয়ারদের দেখাতে সাহাজ্য করবে বানিজ্যিক টেকনোলজী কি ধরনের সুবিধা প্রদান করতে পারে কোনো বিশেষ ভাবে তৈরি করা টেকনোলজীর ত্থেকে।
নতুন এই স্যাটেলাইটের প্রোটোটাইপ ভার্সন তৈরি করতে খরচ পরবে প্রায় ২,৮৩,০০০ টাকা । নতুন এই স্যাটেলাইটটি অরবিটাল সায়েন্স করপোরেশন এর হয়ে প্রথম ফ্লাইট ছাড়বে মহাকাশের উদ্যেশ্যে এই বছরের শেষে এমনটাই জানিয়েছে নাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।