আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৯.২০১৩

কল সেন্টার কর্মী নিয়োগ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো

বর্তমানে চাকরি যেখানে প্রার্থী খুঁজে নেয়, এমন একটি পেশার নাম কল সেন্টার কর্মী। প্রার্থীর তুলনায় এখানে চাকরির সংখ্যাই বেশি। সম্ভাবনাময় এ পেশায় ভালো বেতনের পাশাপাশি রয়েছে দিন কিংবা রাতে
কাজ করার স্বাধীনতা। এখানে কাজ করতে হলে অবশ্যই ইংরেজিতে ভালোভাবে কথা বলা জানতে হবে। একজন কল সেন্টার কর্মীকে দৈনিক চার থেকে পাঁচ ঘণ্টা সময় দিতে হয়। মাসিক হিসাবে তাঁদের বেতনের পরিমাণ ছয় থেকে বারো হাজার টাকা। কল সেন্টার কর্মী নিয়োগ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো :
ম্যাক্সসেল, বাড়ি-৪৪বি, রাস্তা-১১৬, গুলশান, ঢাকা। ই-মেইল-hr@mexcall.net
তাজ রোজ ভ্যালি রিসোর্ট, বাড়ি-২৮, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা। ফোন : ৮৮৬১৩৬৩।
ইনস্টিটিউট অব কল সেন্টার টেকনোলজি
১৩বি সেন্টার পয়েন্ট, কনকর্ড (১১ তলা), ফার্মগেট, ঢাকা। ফোন : ৯১৩৯৬৩৩, ০৬৬৬-২৬১৭৭২৭, ০১৭৩৬৭১৩১১৬, ওয়েব : http://www.iectglobal.com
ওয়ান কল
বাড়ি-১২১ (তৃতীয় তলা), রোড নং-১৯/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০১৭১৩১৯০০৪৫-৯।
হিরো মাইন্ডমাইন
ধানমণ্ডি শাখা_স্ট্যামফোর্ড ইনস্টিটিউট অব ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বাড়ি-৩৫/বি, রোড-৯/এ, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯১৪৫১৩৮-৩৯।
উত্তরা শাখা_বাংলাদেশ আউটসোর্সিং সেন্টার, ২৫ সোনারগাঁ জনপথ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। ফোন : ০১৮২০২২২২১১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।