আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৪.২০১৩

কিভাবে বানাবেন একটি কার্যকরি সিভি


সিভি বা কারিকুলাম ভিটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত। চাকরির আবেদন পত্রের সাথে সিভি প্রেরন করতে হয়। এটা আপনার পরিচয়, যোগ্যতা, পারদর্শিতা, ইচ্ছা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদীর সারসংক্ষেপ। এটা লিখতে হলে আপনাকে কিছু নিয়ম এবং পদক্ষেপ অবলম্বন করতে হয় যাতে কোনো ভুল ত্রুটি না হয় কারন সিভি ই আপনাকে ফুটিয়ে তুলবে চাকরি দাতার কাছে।
কিভাবে একটি সফল ও কার্যকর সিভি বানাবেন তার কিছু পরামর্শ নিচে দেয়া হল :
১। প্রথমেই সিভির উপরে আপনার সাথে যোগাযোগের তথ্য লিখতে পারেন। কিছু সময় এই যায়গায় কোম্পানীর যোগাযোগের ঠিকানা লেখা যায় যেখানে আপনি আবেদন করছেন, তবে এটা করা যায় যখন আপনি একাধিক প্রতিষ্ঠানে সিভি জমা দিবেন।
২। এর পরে আপনি আপনার অবজেকটিভ বা উদ্দেশ্য লিখতে পারেন। উদাহরন : আপনি পার্ট টাইম কাজ করতে চান স্টোর ম্যানেজার হিসেবে।

৩। এর পরে আপনি আপনার পূর্ববর্তি কাজের অভিজ্ঞতা লিখতে পারেন। নিশ্চিত করুন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন তার নাম লিখছেন, কোন পজিশনে কাজ করেছেন, আপনার সুপারভাইজর কে ছিল, কত তারিখ পর্যন্ত কাজ করেছেন। সব শেষে এই ৩ টা তথ্য বলবে আপনি কি করেছেন আগে। এখানে খুব বেশি তথ্য দেয়ার দরকার নেই, বেশি তথ্য দিলে এলোমেলো মনে হয়।
৪। এর পরে আপনি আরো কিছু যোগ্যতা যোগ করতে পারেন, কি কি আপনার শখ এবং কিসে আপনি ভাল। তবে অবশ্যই মনে রাখবেন, এই তথ্য গুলো হতে হবে যে চাকরি তে আবেদন করছেন তার সাথে প্রাসঙ্গিক।
৫। রেফারেন্স যোগ করুন। এটা অনেক গুরুত্বপূর্ন। খুব বেশিও না আবার খুব কম ও না। যাদের রেফারেন্স দিবেন, মনে রাখবেন তাদের হতে হবে ভাল, পরিচিত, সম্মানজনক পেশায় আছেন কারন রেফারেন্স এর ওপরে আপনার চাকরি অনেকখানি নির্ভর করবে।
৬। সিভি টি টা রেজুমে পেপারে এ প্রিন্ট করুন। রেজুমে পেপার ব্যাবহার করা অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি সস্তায় ই পাবেন বিভিন্ন স্টেশনারি দোকানে।
৭। অবশ্যই এবং অবশ্যই আপনার সিভির সাথে একটা কাভার লেটার পাঠাবেন। এখানে আপনি বলতে পারেন সেই পোস্ট টা সম্পর্কে যে পোস্টে আপনি আবেদন করছেন এবং কিভাবে আপনি এই চাকরি বিজ্ঞপ্তি খুজে পেলেন। এটা খুব বেশি বড় করবেন না আবার খুব বেশি ছোট ও করবেন না। কিভাবে একটা ভাল কাভার লেটার লিখবেন সেটা সম্পর্কে এখানে দেখতে পারেন
টিপস এবং সতর্কতা
  • কখনোই পুরা বাক্য ব্যাবহার করবেন না
  • এটাকে সংক্ষিপ্ত, সাধারন এবং আকর্ষনীয় রাখুন
  • রেফারেন্স ছাড়া এক পেজের বেশি হবেনা সিভি
  • ক্রিয়েটিভ হোন। ইন্টারেস্ট এর কিছু ব্যাপার বোল্ড, ইটালিক করতে পারেন

1 টি মন্তব্য:

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।