আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৩.২০১৩

ডোমেইন নাম কি? ওয়েবসাইট এ কিভাবে কাজ করে জেনে নিন খুঁটিনাটি

ওয়েবসাইট ডোমেইন নেম কি জেনে নিন খুঁটিনাটি ?
প্রত্যেক মানুষের একটি নাম আছে । এই নামটি তার পরিচয় বহন করে থাকে । ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই । ডোমেইন নেম এবং মানুষের নামের মদ্ধে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয়
অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে । কিন্তু ওয়েবসাইট এর ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন নেম পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই ।
ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে ।
যেমন;  www.pchelplinebd.com একটি ডোমেইন নেম ।
ডোমেইন নেম  এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করা যায় । আইপি এড্রেস সাধারণত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় ।
যেমন; 10.196.001.002 একটি আইপি এড্রেস ।
একটি ওয়েবসাইট এ বেশ কিছু অংশ থাকে । যেমন;
www.pchelplinebd.com একটি ডোমেইন নেম ।

এখানে, “http://” অংশটুকু হচ্ছে প্রোটোকল, “www.” হচ্ছে  Hostname, “pchelplinebd” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন ।
অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন ।

সাবডোমেইন কি?

আপনার ডোমেইন নেম এর পূর্বে কিছু কিওয়ার্ড/শব্দ ব্যবহার করে আরেকটি ডোমেইন তৈরি করা-ই হচ্ছে সাবডোমেইন ।
যেমন; helpline.pchelplinebd.com একটি সাবডোমেইন । এটি  www.pchelplinebd.com অধীনে তৈরি । আপনি আপনার সাইটের অধীনে অনেকগুলো সাবডোমেইন রাখতে পারেন ।
একটি সাবডোমেইন এর গঠনঃ http://www.সাবডোমেইন নেম.আপনার ডোমেইন নেম.com

ডোমেইন কিভাবে কাজ করে?

আপনি যখন কোন ব্রাউজারের এড্রেসবারে কোন ওয়েবসাইট লিখে থাকেন, তখন নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে ডোমেইন কাজ করেঃ
আপনি যখন  http://www.pchelplinebd.com এ প্রবেশ করেন তখন নিচের কাজ গুলো সম্পাদিত হয়;
  1. ব্রাউজার আইপি এড্রেস অনুসন্ধান করে,
  2. SG নেমসার্ভার এ রিকোয়েস্ট পাঠানো হয়,
  3. SG রিকোয়েস্টটি গ্রহণ করে লোকাল সার্ভার প্রাইমারি সার্ভার এর সাথে যোগাযোগ করে,
  4. প্রাইমারি নেমসার্ভার http://www.pchelplinebd.com  এর আইপি এড্রেস লোকাল নেম সার্ভারে পাঠানো হয় এবং
  5. http://www.pchelplinebd.com সাইটটি ব্রাউজারে প্রদর্শিত হয় ।

ডোমেইন নেম এর সীমাবদ্ধতাঃ

• আপনি ডোমেইন নেম এ সর্বোচ্চ ৬৩ টি অক্ষর ব্যবহার করতে পারবেন ।
• ডোমেইন নেম এ হাইপেন(-), অক্ষর এবং সংখ্যা ব্যবহার করতে পারবেন ।
• সংখ্যা অথবা হাইপেন দিয়ে ডোমেইন নেম শুরু করতে পারবেন ।
• বিশেষ প্রতীক(Symbol)  (যেমন; ~!#$%^&*()) ইত্যাদি ডোমেইন নেম এ ব্যবহার করা যাবেনা ।
আজ আর নয় । ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য । উপকৃত হলে মন্তব্য করতে ভুলবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।