আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০২.২০১৩

নিজেই করুন নিজের সাজ


ব্যস্ততা এখন সবারই, দাওয়াতের আগে পারলারে গিয়ে সাজা সব সময় হয় নাবাসায় বেইস মেকআপ করার সহজ পদ্ধতি জানাচ্ছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান
১. মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে
নিনতৈলাক্ত ত্বকের অধিকারীরা তুলার সাহায্যে টোনার লাগাননা হলে ওয়াটার-বেইসড অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার লাগাতে পারেনযাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ময়েশ্চারাইজার লাগানএরপর পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন
২. এরপর কনসিলার লাগাবেনবিশেষ করে চেহারায় যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছেচোখের নিচে কালি থাকলে সেখানেও ভালোভাবে লাগাতে হবেযত্নের সঙ্গে কালো ছোপ দাগ বা স্পটের ওপর আঙুল দিয়ে মিশিয়ে নিনআপনার ত্বকের রঙের থেকে কনসিলারটি এক শেড গাঢ় হবে
৩. গরমের কারণে লিকুইড ফাউন্ডেশন এড়িয়ে যানপ্রেসড পাউডার বা ডুয়েল ফিনিশড ফাউন্ডেশন লাগাবেনখেয়াল রাখবেন রাতের বেলায় ফাউন্ডেশন লাগাবেন স্পঞ্জ ভিজিয়ে, দিনে পাউডার ফাউন্ডেশন হিসেবেই লাগাবেননিয়মিত ব্যবহার করলে এক মাস পর পর স্পঞ্জটি বদলে নিনদুটি স্পঞ্জ রাখুনএকটি শুকনো পাউডার লাগানোর ক্ষেত্রে, অন্যটি পানিতে ভিজিয়ে লাগানোর জন্যফাউন্ডেশনের রং হতে হবে ত্বকের সঙ্গে মিলিয়েলাগানোর পর সাদা যাতে না লাগেফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে ঘষে দিতে হবে

মনে রাখবেন
রাতের বেলায় ইচ্ছা করলে স্টিক ফাউন্ডেশন ব্যবহার না করে প্যান ব্যবহার করতে পারবেনএর ওপর লুজ পাউডার লাগিয়ে নিনতবে এটা অনেক ভারী মেকআপ
দিনের বেলায় সানস্ক্রিন লাগাবেন মেকআপের আগেমেকআপ সরঞ্জাম যেন অবশ্যই ভালো ব্র্যান্ডের হয়যত কম সম্ভব মেকআপ করবেনত্বকের সতেজ ভাব অনেক দিন ধরে রাখা সম্ভব মেকআপ কম ব্যবহারে ফলেখাবারের তালিকায় ফলমূল, শাকসবজি বেশি রাখুনপ্রচুর পরিমাণে পানি পান করুনধৈর্য ধরে নিজের ত্বককে বুঝতে হবেসময় দিতে হবে

অন্যান্য পদ্ধতিতে
টোনার অথবা ময়েশ্চারাইজার লাগানোর পর নিচের পদ্ধতিগুলোয়ও যেতে পারেন

মিনারেল পাউডার
ফাউন্ডেশন ব্যবহার করতে না চাইলে এটি লাগাতে পারেনপাউডার ব্রাশের সাহায্যে ত্বকের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবেএতে ত্বক মসৃণ দেখাবে

ব্রোঞ্জার
বাজারে বিভিন্ন শেডের ব্রোঞ্জার পাওয়া যায়নিজের শেড বুঝে কিনতে হবেলাগাতে হবে পাউডার ব্রাশের সাহায্যে

লুমিনেটর
যাঁদের ত্বক ভালো, তাঁরা লুমিনেটর লাগাতে পারবেনএটি লিকুইড লোশনলাগানোর পর ত্বকে উজ্জ্বল একটি আভা আসবেরাতে লাগালে ভালো লাগবে বেশিহাতে নিয়ে আলতো করে লাগাতে হবে

এবার পরিষ্কার
মেকআপ ব্যবহারের পর তুলতে হবে ভালোভাবেএ জন্য দরকার একটি মেকআপ ক্লিনজারতুলার সাহায্যে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ তুলুনএরপর ফেস ওয়াশ দিয়ে ধুতে হবেপরিষ্কার ত্বকে ক্রিম অথবা নাইট ক্রিম ব্যবহার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।