টিউটোরিয়াল টি পড়ার আগে বলে নেয় যে আমি নতুন তাই আমার ভুল হতে পারে । আর
এইটাই আমার প্রথম পোষ্ট তাহলে ভুল করলে মাফ করবেন। তাহলে শুরু করা যাক :
প্রথমত আপনাকে www.hostinghood.com ওয়েভ সাইটে একটি একাউন্ট খুলতে হবে। তাহলে আপনি
এখানে ১ জিবি ডাটা Host ব্যবহার করতে পারবেন। তার আগে বলে নেই এখানে রেজিষ্টার করার সময় অব্যশই ডোমেন এর নামের পর DotTK(.tk) দিবেন। যেমন : musicalgazipur.tk
আরও এমন অনেক ওয়েভ সাইট পাবেন যেখানে Free Hosting করা যায়। আমি www.hostinghood.com ওয়েভ সাইট দিয়েই দেখালাম।
রেজিষ্টার করার নিয়ম গুলো একটু সহজ করে বলে দেই যাতে করে কারো সমস্যা না হয়। আপনাকে প্রথমে রেজিষ্টার এ কিক্ল করে ওয়েভ সাইটের নাম দিতে হবে। আগেই বলেছি যে নামটি অবশ্যই উড়ঃ Dot tk(.tk) সহকারে হবে। এবং আপনি আপনার পাসওয়ার্ড অবশ্যই নাম্বার+বড় হাতের+ছোট হাতের ইংরেজি যোকোনো একটি বা তার বেশি অক্ষর দিয়ে খুলতে হবে (যেমন:123455+S+j * আমি আপনাদের বুঝার সুবিধার্থে + দিয়েছি তাই আপনি দিয়েন না*)। সে হিসেবে 8টা নম্বর ও ১টা করে ছোট ও বড় হাতের ইংরেজি হাতের অক্ষর হলে ভাল হয়।
এখন রেজিষ্টার করার পর Control Penal যান আপনি এমন একটি পেজ পাবেন :

অতএব আপনার ডোমেন টা চালু আছে। আমি আগে থেকে জুমলা দিয়ে রাকছি বলে ৫% দেখাছে। আপনি জুমলা দিলে আপনার টাও দেখাবে। এখন আপনাকে ডাটাবেজ তৈরি করতে হবে। তাই এখন উপরের Database Link এ ক্লিক করুন।
এমন একটি পেজ আসবে:

এখানে আপনি ইচ্ছা করলে নিজের মত ডাটাবেজ User & Name দিতে পারেন। কিন্তু আমি বলবো এই জায়গা গুলোতে শুধু ক্লিক করুন। আপনার ডাটাবেস তৈরি হয়ে গেলে App Link এ ক্লিক করুন। এখন আসল কাজে আসা যাক। আপনার তৈরি কৃত ডাটাবেস এর পাসওয়ার্ড ও লগইন পাসওয়ার্ড এক হলে ভালো হয় এতে করে পাসওয়ার্ড মনে থাকে। App Link এ ক্লিক করার পর এমন একটি পেজ আসবে :

এখন আপনাকে Free Hosting লেখাতে ক্লিক করতে হবে। আবার এরকম একটি পেজ আসবে :

এখন হলো আসল কাজ আপনি এখন যেটি তৈরি করতে চান তার উপর ক্লিক করুন। তাহলে এর চিত্র উপরের মত আসবে। আমি Joomla 3 টাই দেখালাম।
*আপনার তৈরি কৃত ডোমেন এর নাম সিলেক্ট করুন।
*ডাটাবেস এর Name & User নাম সিলেক্ট করুন।
*এডমিন নাম লিখুন নিজের মত করুন।
*এডমিন ইমেইল মানে আপনার ইমেইল দেন।
*ভাষা সিলেক্ট করুন।
*আপনার সাইট এর নাম লিখুন।
এখন Install এ ক্লিক করুন।
Install শেষ হলে আপনার ফ্রি সাইটের নাম লিখে বাউজারে এ কিক্ল করুন তাহলে জুমলার পেজ দেখতে পারবেন। আমি আমার পেজ দেখাছি :

কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজে বলুন…
প্রথমত আপনাকে www.hostinghood.com ওয়েভ সাইটে একটি একাউন্ট খুলতে হবে। তাহলে আপনি
এখানে ১ জিবি ডাটা Host ব্যবহার করতে পারবেন। তার আগে বলে নেই এখানে রেজিষ্টার করার সময় অব্যশই ডোমেন এর নামের পর DotTK(.tk) দিবেন। যেমন : musicalgazipur.tk
আরও এমন অনেক ওয়েভ সাইট পাবেন যেখানে Free Hosting করা যায়। আমি www.hostinghood.com ওয়েভ সাইট দিয়েই দেখালাম।
রেজিষ্টার করার নিয়ম গুলো একটু সহজ করে বলে দেই যাতে করে কারো সমস্যা না হয়। আপনাকে প্রথমে রেজিষ্টার এ কিক্ল করে ওয়েভ সাইটের নাম দিতে হবে। আগেই বলেছি যে নামটি অবশ্যই উড়ঃ Dot tk(.tk) সহকারে হবে। এবং আপনি আপনার পাসওয়ার্ড অবশ্যই নাম্বার+বড় হাতের+ছোট হাতের ইংরেজি যোকোনো একটি বা তার বেশি অক্ষর দিয়ে খুলতে হবে (যেমন:123455+S+j * আমি আপনাদের বুঝার সুবিধার্থে + দিয়েছি তাই আপনি দিয়েন না*)। সে হিসেবে 8টা নম্বর ও ১টা করে ছোট ও বড় হাতের ইংরেজি হাতের অক্ষর হলে ভাল হয়।
এখন রেজিষ্টার করার পর Control Penal যান আপনি এমন একটি পেজ পাবেন :

অতএব আপনার ডোমেন টা চালু আছে। আমি আগে থেকে জুমলা দিয়ে রাকছি বলে ৫% দেখাছে। আপনি জুমলা দিলে আপনার টাও দেখাবে। এখন আপনাকে ডাটাবেজ তৈরি করতে হবে। তাই এখন উপরের Database Link এ ক্লিক করুন।
এমন একটি পেজ আসবে:

এখানে আপনি ইচ্ছা করলে নিজের মত ডাটাবেজ User & Name দিতে পারেন। কিন্তু আমি বলবো এই জায়গা গুলোতে শুধু ক্লিক করুন। আপনার ডাটাবেস তৈরি হয়ে গেলে App Link এ ক্লিক করুন। এখন আসল কাজে আসা যাক। আপনার তৈরি কৃত ডাটাবেস এর পাসওয়ার্ড ও লগইন পাসওয়ার্ড এক হলে ভালো হয় এতে করে পাসওয়ার্ড মনে থাকে। App Link এ ক্লিক করার পর এমন একটি পেজ আসবে :

এখন আপনাকে Free Hosting লেখাতে ক্লিক করতে হবে। আবার এরকম একটি পেজ আসবে :

এখন হলো আসল কাজ আপনি এখন যেটি তৈরি করতে চান তার উপর ক্লিক করুন। তাহলে এর চিত্র উপরের মত আসবে। আমি Joomla 3 টাই দেখালাম।
*আপনার তৈরি কৃত ডোমেন এর নাম সিলেক্ট করুন।
*ডাটাবেস এর Name & User নাম সিলেক্ট করুন।
*এডমিন নাম লিখুন নিজের মত করুন।
*এডমিন ইমেইল মানে আপনার ইমেইল দেন।
*ভাষা সিলেক্ট করুন।
*আপনার সাইট এর নাম লিখুন।
এখন Install এ ক্লিক করুন।
Install শেষ হলে আপনার ফ্রি সাইটের নাম লিখে বাউজারে এ কিক্ল করুন তাহলে জুমলার পেজ দেখতে পারবেন। আমি আমার পেজ দেখাছি :

কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজে বলুন…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।