আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৩.২০১৩

ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ের জন্য JQuery কেন এত গুরত্বপুর্ণ !

সুপ্রিয় ভাইয়েরা, আমার সালামসহ শুভেচ্ছা রইল। বরাবরের মত আমার আজকের পোস্টটিও হল নতুন ওয়েব দেভেলপারদের জন্য। আশা করি উপকারে আসবে । চলুন পরিচিত হই JQuery র সাথে ।
JQuery হ্ল একটি দ্রুত এবং সংক্ষিপ্ত JavaScript লাইব্রেরি। ইভেন্ট হ্যান্ডলিং, animating, এবং দ্রুত ওয়েব
ডেভেলপমেন্ট জন্য JQuery এর কোন বিকল্প নেই। এখানে আমি jQuery ব্যাবহার আর শীর্ষ ৮টি কারণ তুলে ধরলাম যাতে আপনারা JQuery এর গুরত্ব বুঝতে পারেন ।
১। Cross-browser Compatibility : Ajax / জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ এক ক্রস ব্রাউজার অসঙ্গতি। JQuery ক্রস ব্রাউজার সমস্যাগুলি সম্পর্কে অবগত হয় এবং এই সমস্যা ঘটতে কেন তা JQuery আগে থেকেই অবগত তাই আপনার লিখা JQuery কোড অধিকাংশই সকল প্রধান ব্রাউজার সাপোর্ট করে।
২। CSS3 Selectors Compliant : jQuery সম্পূর্ণরূপে CSS3 support করে । তাই আপনার CSS3 কোড নিয়ে কোন প্রকার চিন্তা করতে হয়না ।
৩। Helpful Utilities : jQuery তে রয়েছে প্রচুর দরকারী ইউটিলিটি ফাংশন যেমন স্ট্রিং ছাঁটাই, সহজে অবজেক্টের প্রসারিত করার ক্ষমতা,পুনরাবৃত্তির, অ্যারের ব্যাবহার ইত্যাদি। সুতরাং কোড লিখতে অনেক সময় কম লাগে এবং সহজেই আউটপুট পাওয়া যায়।
৪। jQuery UI : jQuery তে আপনি পাবেন প্রচুর ইউজার ইন্টারফেস যা আপনি এখনই ব্যাবহার করতে পারেন যেমন Accordions, sliders, dialog boxes, date pickers ইত্যাদি।
৫। প্রচুর ফ্রী Plugins: jQuery ব্যাবহার করার আর একটি কারন হলে আপনি এখানে অনেক ফ্রী আর্কষনীয় Plugins পাবেন।
৬। ছোট Learning curve & প্রচুর Documentation : সম্ভবত আপনি একটি 30 মিনিটের দ্রুত টিউটোরিয়াল গবেষণা পর কিছু jQuery কোড লেখা শুরু করতে পারেন।
৭। Fast & Small Footprint: JQuery কোর লাইব্রেরী (Minified এবং Gzipped) সাইজ মাত্র 24KB, যাতে এটি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে এবং খুব দ্রুত অন্তর্ভুক্ত খুব সহজে হয়।
৮। Widespread Adoption : jQuery এর জনপ্রিয়তার কত ?? তাহলে শুনুন Google, Microsoft, IBM, Netflix,Yahoo সকলেই jQuery ব্যাবহার করে। তাহলে আমি আপনি কেন ব্যাবহার করব না ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।