হোস্টিং প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 2 এ সবাইকে স্বাগতম
। কিছুদিন আগে প্রথম টিউটোরিয়াল লিখেছেলাম একটু ব্যস্ত থাকার কারনে
দেরিতে হলেও আবার হাজির হলাম হোস্টিং প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে
। প্রথম পর্বে ইমেইল একাউন্ট তৈরি এবং
ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম ।
আজ আলোচনা করব Preferences নিয়ে। চলুন একনজরে দেখে নেই কি আছে Preferences নামের এই অংশে :

ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম ।
আজ আলোচনা করব Preferences নিয়ে। চলুন একনজরে দেখে নেই কি আছে Preferences নামের এই অংশে :

- ১। Getting Started Wizard
- ২। Video Tutorials
- ৩। Change Password
- ৪। Update Contact Info
- ৫। Change Style
- ৬। Change Language
- ৭। Shortcuts
- ৮। RVSkin Theme Changer
- Getting Started Wizard: নতুনদের জন্য এই অংশ টুকু বিশেষ গুরুত্বপূর্ণ কেননা এই অংশেই সিপেনেল এর মোটামোটি সব রকম ধারনা ও ব্যবহার বিধি জানতে পারবেন এখান থেকে। মুলত নতুন দের জন্যই এই অংশটুকু ।
- Video Tutorials: লেখা দেখেই বুঝতে পারতেছেন এখানে ভিডিও টিউটোরিয়াল পাবেন। হা এখানে সি প্যানেল ব্যবহার বিধি নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন।
- Change Password: এখান থেকে আপনি আপনার সি প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন । তবে এর জন্য আপনাকে আপনার পুরাতন পাসওয়ার্ড(বর্তমানে ব্যবহারিত) জানা থাকতে হবে ।
- Update Contact Info : এখান থেকে আপনি আপনার যোগাযোগ ইমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন । এই অংশ টুকু বিশেষ গুরুত্বপূর্ণ কেননা , আপনার হস্ট কম্পানি এই ইমেইল ঠিকানাই আপনার হস্টিং এর যাবতিয় আপডেট নিউজ যানাবে যেমনঃ ডিস্ক কোটা উপনীত হলে,ব্যান্ডউইডথ কোটা উপনীত হলে ।
- Change Style : এখান থেকে আপনি আপনার সি প্যানেল এর স্টাইল বা ডিজাইন পরিবর্তন করতে পারবেন ।
- Change Language : এখান থেকে আপনি আপনার সি প্যানেল এর ভাষা পরিবর্তন করতে পারবেন ।
- Shortcuts: আপনার ডেস্কটপ বা বুকমার্ক টুলবার দিয়ে আপনি সহযেই শর্টকাট কি ব্যবাহার করে সি-প্যানেল বা ওয়েব মেইল ব্যবাহার করতে পারবেন । আর একটু ভাল করে বুঝতে এই ভিডিও টি দেখতে পারেন ।
- RVSkin Theme Changer : এখান থেকে আপনি আপনার সি প্যানেল এর থিম পরিবর্তন করতে পারবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।