আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৪.২০১৩

চুলের সাজ


যেখানে যেমন চুলের সাজ
বড় বোনের বিয়েনিজের সাজগোজ নিয়ে মহাব্যস্ত রিনিবিয়ে তো আর শুধু একদিন নয়; গায়ে হলুদ, বিয়ে, বৌভাতসহ তিন দিনের জন্য শাড়ি, গয়না, মেকআপ সবই ঠিকসমস্যা বাধিয়েছে চুলটা
বেয়াড়া চুলগুলোকে ঠিক কীভাবে বাঁধবে তা চিন্তা করে পাচ্ছে না কোনোভাবেইরিনির মতো যাঁরা চুলের সাজ নিয়ে ভাবছেন, তাঁদের জন্য চমত্কার সব সাজের কথা বলছেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান
চুল বেঁধে রাখার চেয়ে খোলা চুলের ফ্যাশন চলছে এখনবললেন কানিজ আলমাস খান
এখন সামনে ছোট করে ছাঁটা ব্যাংগস কাটটা খুব পছন্দ করছেন অনেকেপাশাপাশি অনেকেই চুলটা রিবন্ডিং করছেনকিছুদিন আগেও ঘন, ভারী চুলের ফ্যাশন ছিলএখন চলছে ছোট ও পাতলা চুলের ফ্যাশনহেয়ার এক্সটেনশনও করাতে পারেন কয়েক ধাপেচুলে রংধনুর রঙের ছোঁয়া দিতে অনেকেই এখন কালার এক্সটেনশনও করাচ্ছেনচুলের সাজ কেমন হবে, তা নির্ভর করবে আপনি কোন ধরনের পার্টিতে যাচ্ছেন তার ওপরআপনার পোশাকের সঙ্গে মিলিয়ে সাজিয়ে নিন আপনার চুলশাড়ির সঙ্গে মানিয়ে আপনি করতে পারেন খোঁপাচুল যে বাঁধতেই হবে, এমন কোনো কথা নেইসামনের দিকে হালকা ফুলিয়ে চুল পেছনে ছেড়ে দিতে পারেনসালোয়ার-কামিজের সঙ্গেও ছেড়ে রাখতে পারেন চুলসে ক্ষেত্রে চুলের একটা সুন্দর কাট দিয়ে নিনআপনার চুলের সঙ্গে রঙিন হেয়ার এক্সটেনশন করে বদলে দিতে পারেন আপনার চেহারাতবে এ ক্ষেত্রে পোশাকের রঙের দিকটি মাথায় রাখুনফতুয়া ও জিনসের সঙ্গে খোঁপা মানানসই হবে নাতাই পাশ্চাত্য পোশাকের সঙ্গে খুলে দিন চুলসামনের দিকে ব্যাককোম্ব করে একটু ফুলিয়ে দিতে পারেন
চুলের সাজের সময় আপনার মুখের গড়নের কথাও মাথায় রাখুনযাঁদের মুখ গোল, তাঁরা কপালের দিকটা কম ফোলানলম্বাটে চেহারা যাঁদের, তাঁরা পেছনের দিকটা ফুলিয়ে নিতে পারেনচাপা মুখের যাঁরা, তাঁরা দুই পাশেই হালকা করে চুল ফুলিয়ে নিনএতে ভালো দেখাবে
আপনার চেহারার আকৃতি যেমনই হোক, চুল একপাশ থেকে ছেড়ে দিলে আপনাকে সুন্দর দেখাবেপরতে পারেন পরচুলা বা এক্সটেনশনওতবে সে ক্ষেত্রে আপনার চুলের রঙের সঙ্গে মিলিয়ে পরচুলা পরুনপনিটেলও করতে পারেনঅনেকে কোঁকড়া চুল পছন্দ করেনতাঁরা চুল কোঁকড়া করে ছেড়ে দিতে পারেনতবে চুলের সাজে স্প্রে কম ব্যবহার করা ভালো
চুলের সাজে ফুল থাকবে না, তা কি হয়? মোটেই নাচুলে গুঁজে দিতে পারেন ফুলওআগে শুধু ফুলের মালা চুলে গাঁথা হতোএখন বদলে গেছে এর ফ্যাশনফুল লাগাতে পারেন আপনার ইচ্ছামতোগালের পেছনে, কানের নিচে কিংবা খোঁপায়তবে এখানেও উপলক্ষ ও পোশাকের ওপর গুরুত্ব দিনপোশাক জমকালো হলে হালকা ফুল লাগানপোশাকের রঙের সঙ্গে ফুলের রং মেলাতেও ভুল করবেন না
এ তো গেল চুল সাজের কাহিনিপার্টি শেষে সাজানো চুলের সাজ তোলাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণচুলের সাজে ব্যবহূত ক্লিপগুলো আস্তে আস্তে খুলে নিনমোটা দাঁতওয়ালা চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ানজলপাই তেল হালকা গরম করে কিছুক্ষণ মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করুনগরম পানির ভাপ নিতে পারেনতারপর শ্যাম্পু করে নিনএবার কিন্তু চুলের বিশ্রামের সময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।