আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৪.২০১৩

চুলের যত্নে টুকটাক


বাজারে ছোটাছুটিতে, অফিসের ব্যস্ততায় চুল হয়ে যায় বেহালত্বকের পাশাপাশি চুলের যত্নও তাই নেওয়া হোক আজ থেকেই

তেলবৃত্তান্ত
ঈদের আগে এ কয়টা দিন পারলার ও বাসায় চুলের যত্ন নেওয়া উচিতসপ্তাহে এক দিন চুলে গরম তেল মালিশ করা উচিত
বলেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামালবাসায় চুলে তেল লাগানোর পর গরম পানির ভাপ নেওয়া দরকারতোয়ালে গরম পানিতে ভিজিয়ে, পানি নিংড়ে চুলে ২০ মিনিটের মতো জড়িয়ে রাখতে হবেএতে চুলের গোড়া শক্ত হবে এবং চুল পুষ্টি পাবেএ জন্য নারকেল তেল অথবা জলপাই তেল ব্যবহার করা যায়তবে যাঁদের চুল বেশি শুষ্ক, তাঁরা আমণ্ড বাদামের তেল ব্যবহার করুন, উপকার পাবেনযাঁদের চুলের উজ্জ্বলতা ঠিকই আছে কিন্তু চুল শক্ত করতে চান, তাঁদের জন্য দরকার তিলের তেল
পারলারে অনেক ধরনের হেয়ার ট্রিটমেন্ট থাকেএকনে টনিক, ব্যানানা টনিক, ব্যানানা হেয়ার নারিশমেন্ট ট্রিটমেন্ট নিতে পারবেন

চুলের প্যাক
চুলে বাড়তি সৌন্দর্য আনতে বাসায় প্যাক বানিয়ে লাগাতে পারেনমেহেদি লাগালে উপকার পাবেনতবে মেহেদি লাগালে অনেক ক্ষেত্রে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়চুলে উজ্জ্বলতা ও মসৃণতা ফিরিয়ে আনতে এক দিন পর পর তেল মালিশ করতে পারেনএ ছাড়া টক দই, পেঁপে ও কলা একসঙ্গে মিশিয়ে নিনআপনার চুলের সঙ্গে মানিয়ে গেলে মধু লাগাতে পারেনসব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে কয়েক মিনিট মাথায় দিয়ে রাখতে হবেএরপর চুল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে১০ থেকে ১৫ দিনের মধ্যে তিনবার এ প্যাকটি ব্যবহার করলে ভালো ফল পাবেনযেকোনো ধরনের প্যাক ২০ থেকে ২৫ মিনিট চুলে লাগিয়ে রাখা উচিত

তৈলাক্ত চুলের যত্ন
তৈলাক্ত চুলের জন্য প্রতিদিন শ্যাম্পু করা প্রয়োজনমাথার ত্বকে অনেক বেশি তেল থাকেএ কারণে চুলে তেল দেওয়ার দরকার খুব একটা নেই বলে জানান আফরোজা কামালতিনি বলেন, ডিপ কন্ডিশনিং এবং চুল ধোয়ার পর কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেইতবে কেউ চাইলে তিলের তেল ব্যবহার করতে পারেন

চুল বেশি পড়লে
ঋতু বদলের সময় চুল পড়ে অনেকএ সময় তাই শ্যাম্পু করে ভালোভাবে চুল ধুয়ে নিতে হবেহেয়ার ড্রায়ার ব্যবহার করতে না চাইলে ফ্যানের নিচে চুল শুকিয়ে নিতে হবেচুল আঁচড়াতে হবে ভালোভাবেচুলের গোড়া শুকনো এবং শক্ত থাকলে চুল কম পড়বে বলে জানান আফরোজা কামালআমলা, রিঠা ও মেহেদি একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে দিলেও উপকার পাবেন

ঈদের দিনের প্রস্তুতি
চুল পরিপাটি না থাকলে ঈদের দিন আপনার সাজ অনেকটাই অপরিপূর্ণ থেকে যাবেএদিনের জন্য বিশেষ একটি প্যাকের কথা জানালেন আফরোজা কামালঈদের আগের দিন রাতে মাথায় তেল লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেনসকালে একটি প্যাক লাগাতে পারেনএ জন্য দরকার এভোকাডো ফলের চার ভাগের এক ভাগ, এক টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ মেয়োনিজ ও জলপাই তেলসব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবেউপকরণগুলো মীনাবাজার, আগোরা, পিকিউএস বা এ ধরনের সুপার শপে কিনতে পাবেনআগের দিন রাতে প্যাকটি তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজেচাইলে লাগানোর আগেও বানিয়ে নিতে পারেনচুলে ২০ মিনিট লাগিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবেতবে তৈলাক্ত চুলের অধিকারীরা জলপাই তেল বাদ দেবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।