আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০২.২০১৩

মাংসের কোফতা

মাংসের কিমা
১/২ কেজি
 ডিম
১টি

 পাউরুটি
৩টুকরা

 মরিচ,বাটা
১/২ চা চাঃ
 আদা,বাটা
২চা চাঃ

 ধনে,বাটা
১টেঃ চাঃ

 গোলমরিচ,গুঁড়া
১চা চাঃ
 পেঁয়াজ
২ চা চাঃ
 ধনেপাতা
১টেঃ চাঃ
 কাঁচামরিচ
১/২ চা চাঃ
 চিনি
২চা চাঃ
 লবন
১ চা চাঃ
 লেবু
১চা চাঃ
 তেল ভাজার জন্য
   
  ১। অর্ধেক কিমা সিদ্ধ করে কেটে নাও।
২। পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ মিহি কুচিকর।
৩। পাউরুটি পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নাও।
৪। সব উপকরন একসঙ্গে ভালভাবে মিশাও। মাংস ১৬ ভাগ করে গোল কোফতা তৈরি কর। ডবো তেলে ভেজে তোল।
৫। কোফতা চায়ের সঙ্গে পরিবেশন কর অথবা কারি বা কোরমা রান্না কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।