আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০১.২০১৩

বাংলা ব্লগিং থেকে আয় করুন ।

আমার সব থেকে ভাল লাগতো ইন্টারনেট থেকে আয় এর পোষ্ট গুলো পড়তে । প্রতি দিন নতুন নতুন ব্লগ খুজতাম আর এ বিষয়ে পড়তাম । ১ বছর এভাবে পড়ার পর আমি ভাবলাম , চল শুরু করা যাক । প্রথম শুরুটা হয়েছিলো ডাটা এন্ট্রি দিয়ে । কিন্তু সেখানে পরিশ্রম বেশি টাকা কম তাই ২ মাস করার পর আর করি না ।

আমি এতো দিনে বড় স্বপ্ন দেখা শিখে গেছিলাম । এবার আমি খুজা শুরু করলাম Google Adsence । কারন এটাই বড় কিছু করার বড় প্লাটফর্ম ছিল আমার জন্য । অনেক কষ্ট করলাম গুগলের জন্য । ইংলিশ সাইট থেকে লেখা কপি পেস্ট শুরু করলাম । ভিসিটর বারালাম । যখন ৩ $ হল আমার একাউন্ট টা গুগল কপি রাইট আইন ভাঙ্গার জন্য ডিসেবল করে দিল । এবার আমি পুরো পুরি হতাস । ২ মাস কোন কাজ করলাম না ।
তার পর এক বড় ভাই এফবি লাইক এক কাজ দিল । বড় ভাই বলে মানা করতে পারসিলাম না । এফবি এর কাজ করতে করতে ভাইয়ার সাথে ভাল একটা সম্পর্ক হয়ে গেল ।
তিনি আমাকে ১ম বাংলা ব্লজ্ঞিং করে আয় করার কথা বলল ।  এটাও গুগলের মত কিন্তু যেকোনো ভাষার ব্লগ হলে হবে । মানে আপনার ব্লগ টা  বাংলা তে হলেও তারা অ্যাড দিবে ।
আমি ১ মাস কাজ করি আমনোযগ ভাবে । কারন আগেই গুগল আমাকে মুরগা বানাইসে । ১ মাস পর ১০ ডলার পাই । তাই আপনাদের কেও লিঙ্কটা শেয়ার করলাম ।
এটা কোন রেফারাল লিঙ্ক না । এবং এখানে কোন রেফারাল সিস্টেম নাই ।আমি শুধু আপনাদের উপকার এ আসার জন্য আর নতুন ফ্রীলাঞ্চের দের জন্য পোষ্ট টা করলাম ।
এখানে যান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।