আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০১.২০১৩

Elance কয়েকটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

  • মেম্বারশিপ প্লান: কনট্রাক্টরদের চাহিদা অনুযায়ী ELance-এ রয়েছে চার ধরনের মেম্বারশিপ প্লান। এই ফিচারটি অন্য ফ্রিল্যান্সিং সাইট থেকে নিঃসন্দেহে ভালো। প্রত্যেক কনট্রাক্টর অযথা বিড করা থেকে বিরত থাকে কানেক্ট হারানোর ভয়ে, তাই বিডও কম জমা হয় এবং ক্লায়েন্টও সবগুলো প্রপোজাল অন্তত ১ বার করে পড়তে পারে।
  •  কানেক্ট (Connect): একজন কনট্রাক্টর প্রতি মাসে সর্বোচ্চ কতটি বিড করতে পারবে সেই সংখ্যাকে এই ওয়েবসাইটে কানেক্ট হিসেবে উল্লেখ করা হয়। এই সংখ্যাটির পরিমাণ মেম্বারশিপ প্লানের উপর নির্ভর করে। Basic (Free) মেম্বাররা প্রতি মাসে ১৫টি করে কানেক্ট পাবেন যা দিয়ে সর্বোচ্চ ১৫টি প্রজেক্টে বিড করতে পারেন। ৫০০ ডলারের নিচের প্রজেক্টে বিড করতে ১টি কানেক্ট, ৫০০ থেকে ১০০০ ডলারের প্রজেক্টে ২টি কানেক্ট এবং ১০০০ ডলারের প্রজেক্ট বিড করতে ৪টি কানেক্টের প্রয়োজন হয়। Individual , Small Business, Large Business মেম্বার ইচ্ছে করলে অর্থের বিনিময়ে আরো অতিরিক্ত কানেক্ট অর্জন করতে পারেন। এজন্য প্রতি ১০টি কানেক্টের জন্য ৫ ডলার সাইটকে প্রদান করতে হয়।
  • প্রজেক্টের সর্বনিম্ন প্রপোজাল মূল্য: একটি প্রজেক্টে একজন কনট্রাক্টর সর্বনিম্ন কত মূল্যে করার জন্য প্রস্তাব (Proposal) বা বিড করতে পারবে তা নির্ভর করে ওই প্রজেক্টের বাজেটের উপর। ৫০০ ডলারের কম মূল্যের প্রজেক্টে সর্বনিম্ন ৫০ ডলার প্রস্তাব করা যায়। ৫০০ থেকে ১০০০ ডলারের প্রজেক্টে সর্বনিম্ন প্রস্তাব মূল্য হচ্ছে ৩০০ ডলার। আর ১০০০ ডলারের অধিক বাজেটের ক্ষেত্রে এই পরিমাণ হচ্ছে ৭০০ ডলার।
  • গ্যারান্টেড পেমেন্টঃ ELance-এ দুই ধরনের (Hourly ও Fixed Price) কাজের ক্ষেত্রে রয়েছে  নিশ্চিত টাকা পাওয়ার সুযোগ। Hourly কাজের ক্ষেত্রে ELance Tracker ও Fixed Price কাজের ক্ষেত্রে Escrow সিস্টেম কাজ শেষে টাকা পাওয়ার নিশ্চয়তা দেয়। উল্লেখ্য Hourly কাজে ELance Tracker দিয়ে ট্র্যাককৃত সময় প্রতি সপ্তাহ শেষে ক্লায়েন্টের কাছে পাঠানো যায়। কোন কারনে পাঠাতে না পারলেও প্রতি সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় ক্লায়েন্টের কাছে অটো চলে যায়। তাই অতিরিক্ত সময় যোগ-বিয়োগ করতে হলে এই সময়ের ভিতরে করতে হবে। ক্লায়েন্টে চাইলে তৎক্ষনাৎ পেমেন্ট করতে পারে আবার না করলেও  ১ সপ্তাহ পর অটো বিলিং হয়।
  • সাপোর্ট সিস্টেম ও হেল্প সেন্টারঃ কাজ, পেমেন্ট বা অন্য কিছু নিয়ে ক্লায়েন্টের সাথে কোন হেরফের বা মতওনৈক্য থাকলে  ইল্যান্স সাপোর্ট টিম খুবই সহায়তা করে, অন্য সাইটগুলো যেখানে  ক্লায়েন্টে ফ্রেন্ডলি ELance সেখানে কনট্রাক্টরদের কথা বেশি গুরুত্ব দেয়। তবে সেক্ষত্রে কনট্রাক্টরকে অবশ্যই সৎ থাকতে হবে, কনট্রাক্টরের কাজ ও কথার মিল থাকলে ক্লায়েন্টকে উল্টো নোটিশ দেয়া হয় তার আচরণ ঠিক করার জন্য। তাছাড়া  ইল্যান্স ইউনিভার্সিটি নামক একটি হেল্প সেন্টার যা নতুন এবং অভিজ্ঞ সকল ধরনের ফ্রিল্যান্সরদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করে থাকে।আছে ভিডিও টিউটরিয়ালের মাধ্যমে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায় তার বিস্তারিত বর্ণনা।
উপরোক্ত কয়েকটি বৈশিষ্ট্য ও অন্যান্য কারনে ELance  কনট্রাক্টর ও ক্লায়েন্ট উভয়ের কাছে সমাদৃত। জুলাই, ২০১২ পযর্ন্ত  ELance  এ রেজিষ্ট্রেশন করেছেন ৫৮১,০২০ জন কনট্রাক্টর (এর মধ্যে বাংলাদেশী কনট্রাক্টরদের সংখ্যা ১২, ৭৫৩ জন) এবং প্রতি মাসে গড়ে ৭০ হাজার কাজ পোস্ট হয় সকল ক্যাটাগরিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।