আপনি ব্লগার বটে কিন্তু ব্লগ এর নিরাপত্তা সম্পর্কে সচেতন নয় , তাই আমরা আপনার সাইটটি হ্যাক করতে বাধ্য হলাম । আপনাকে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলা হল । আপনার সাইটটি কিছু দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে ।

১১.০৪.২০১৩

চুল থাক খুশকিমুক্ত


ভাবুন তো একজন সুদর্শন পুরুষ, যাঁর বসন আর ফ্যাশনে কোনো কমতি নেইকিন্তু মাথার চুলে যদি থাকে খুশকি, তাহলে কোথায় যাবে তাঁর ফ্যাশন! যাঁদের মাথায় খুশকি আছে তারাই ভালো জানেন এর যন্ত্রণাঅনেকে আবার খুশকির ভয়ে মাথা কামিয়ে ফেলেন; অথচ একটু সচেতন আর পরিষ্কার
থাকলেই খুশকিমুক্ত থাকা যায়
খুশকি ক্রনিক ধরনের একটি সাধারণ চর্মরোগমাথার চামড়ায় বেশি হতে দেখা গেলেও মুখে ও বুকেও অনেকের খুশকি হয়ে থাকে’, জানালেন চর্মরোগবিশেষজ্ঞ হলি ফ্যামিলি হাসপাতালের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজালুল করিমজীবাণু বা ছত্রাক দ্বারা প্রভাবিত হয়ে ত্বকের সিবাসিয়াস গ্ল্যান্ড অতিরিক্ত কর্মক্ষম হয়ফলে খুশকি হয়ে থাকে বলে জানান তিনি
সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার ছেলেদের সৌন্দর্যচর্চা শাখার কর্মী মোল্লা রাকিব হোসেন বলেন, মাথার চুল পড়া, অপরিষ্কার থাকা, রোদে পোড়া, মাথা ঘামা, বংশগত কারণে কিংবা ঋতু বদল হলে চুলে খুশকি হতে দেখা যায়
এ ক্ষেত্রে একটু সচেতন থাকলেই মাথা খুশকিমুক্ত রাখা যায়খুশকি সারাতে বাজারে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া গেলেও তা কিনতে হবে দেখেশুনেনামী ব্র্যান্ডের পণ্য কেনা উচিত, আবার সব ব্র্যান্ডের পণ্য সবার জন্য মানানসই হয় না
যাঁরা ঘরে বসে চুল খুশকিমুক্ত করতে চান, তাঁদের জন্য মোল্লা রাকিব দুটি পদ্ধতি বলেনপরিমাণমতো তেল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুননারকেল বা জলপাই তেল ব্যবহার করতে পারেনলক্ষ রাখবেন, তেল যেন চুলের গোড়ায় পৌঁছায়সপ্তাহে তিন থেকে চারবার এভাবে ব্যবহার করুনপ্রতিবার ব্যবহারের পর ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুনএ ছাড়া ভিটামিন-ই ক্যাপসুলের সঙ্গে যেকোনো তেল মিশিয়ে গরম করে মাথায় ম্যাসাজ করুনগরম তেল মাথায় সর্বোচ্চ তিন-চার মিনিট রাখুনএরপর মাথায় ম্যাসাজ করে প্যাক লাগানটক দই, ডিমের কুসুম, কন্ডিশনার একসঙ্গে পাত্রে মেখে প্যাক তৈরি করতে হবে১২-১৫ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুনচর্মরোগবিশেষজ্ঞ আফজালুল করিম বলেন, খুশকি সারাতে বাজারে ভালো মানের অনেক শ্যাম্পু আছে, যা সঠিকভাবে ব্যবহারবিধি মেনে লাগালে চুল খুশকিমুক্ত রাখা যায়শ্যাম্পু কেনার সময় যে বিষয়ে লক্ষ রাখা দরকার তা হলো, এতে সিলেনিয়াম সালফাইড, পাইরিথিরিন অথবা টার এই উপাদানগুলো আছে কি না তা দেখে নেওয়াএই উপাদান থাকলে সে শ্যাম্পু খুশকি সারাতে কাজে দেবে
এই শ্যাম্পু প্রতি সপ্তাহে দুবার অন্তত ১০ মিনিট করে রাখলে ভালো ফল পাওয়া যায় বলে জানান আফজালুল করিমভালো মানের হারবাল প্যাকও লাগাতে পারেন
অনেকে লেবু ও পেঁয়াজের রস মাথায় ব্যবহার করেনএতে মাথার চুল রুক্ষ হয়ে পড়তে পারেতাই কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবেএতে চুলের রুক্ষতা কেটে ঔজ্জ্বল্য ফিরে আসে
মাথায় খুশকি হলে কোন দিকে লক্ষ রাখা দরকার, তা জেনে নেওয়া যাক সৈয়দ আফজালুল করিমের কাছ থেকেখুশকি হলে মাথা চুলকানোর অভ্যাস ত্যাগ করুনকারণ, এতে মাথায় জীবাণু সংক্রমণ হতে পারেধুলাবালি ও রোদ থেকে চুল যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করুনখুশকি কোনো ছোঁয়াচে রোগ নয় আর এটি কোনো ক্ষতিকর রোগও নয়সঠিক উপাদান শ্যাম্পুতে আছে কি না দেখে নিনপ্রয়োজনে ২ শতাংশ ক্যাটাকনাজল-সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট এ জানান, কোন প্রশ্ন থাকলে করতে পারেন।